ঈদ উপলক্ষে চট্টগ্রামে চলছে বস্ত্রমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
ঈদ উপলক্ষে চট্টগ্রামে চলছে বস্ত্রমেলা

চট্টগ্রামে পবিত্র রমজান মাসে ঈদ বস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্পমেলা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার নগরের জিইসি মোড়ে জিইসি কনভেনশন সেন্টার মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় দেশীয় জামদানি, হস্তশিল্প, বিভিন্ন প্রকার পোশাক ও ক্ষুদ্রশিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

ঈদ উপলক্ষে আয়োজিত এই মেলা চলবে চাঁদরাত পর্যন্ত। মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে আধুনিক ফ্যাশনের কারণে দেশীয় পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। আমরা যদি সবাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হই, তাহলে এ শিল্প আরো বিকশিত হবে এবং আমাদের অর্থনীতি শক্তিশালী হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ইকোলারি বাংলাদেশ : ইকোলারি বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা নাফিসা আনজুম হেলালি জেনারেশন হোপ গোলের চ্যাম্পিয়ন হিসেবে দেশে ফিরেছেন। এই অর্জন উদযাপন এবং তাদের আসন্ন উদ্যোগ উন্মোচন করতে ইকোলারি বাংলাদেশ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। পুরো যাত্রায় দলের সদস্য সাবিহা সুলতানা নুহা, ইয়ামিন ইসলাম তাবিন প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা করে। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/12-03-2025/kalerkantho-ib-8a.jpg

রূপালী ব্যাংক : ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যাবসায়িক পর্যালোচনাসভা করেছে রূপালী ব্যাংক।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি পারসুমা আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/12-03-2025/kalerkantho-ib-8a.jpg

প্রাইম ব্যাংক : ব্লকচেইন প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি গ্রিন এলসি প্ল্যাটফর্মের প্রুফ অব কনসেপ্ট (পিওসি) সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

গ্রিন এলসি সিস্টেমটি বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি প্রথম ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম। এ প্রক্রিয়ায় বেনিফিশিয়ারি ব্যাংক হিসেবে সহযোগী ভূমিকা পালন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য
সংক্ষিপ্ত

বিএসসির দুই জাহাজ ৪৫ কোটি টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
বিএসসির দুই জাহাজ ৪৫ কোটি টাকায় বিক্রি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন বাংলার জ্যোতিবাংলার সৌরভ জাহাজ দুটি করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কাছে এগুলো হস্তান্তর করা হয়, যারা এরই মধ্যে জাহাজ দুটি বিচিং শেষ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বিএসসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। সংবাদ সম্মেলনে কমোডর মাহমুদুল মালেক বলেন, ১৯৮৭ সালে বিএসসির বহরে যুক্ত হওয়া বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজের প্রতিটির ওজন তিন হাজার ৭৮৭ টন।

ডেনমার্কে তৈরি করা ১৪ হাজার ৫৪১ টন ধারণক্ষমতার জাহাজ দুটি প্রথমে আন্তর্জাতিক রুটে তেল পরিবহনে নিয়োজিত ছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ