সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. রেজাউল করিম। গত ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি একই ব্যাংকের জেনারেল ম্যানেজার থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। রেজাউল করিম ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
।সোনালী ব্যাংকের ডিএমডি হলেন রেজাউল করিম
বাণিজ্য ডেস্ক
সম্পর্কিত খবর

করপোরেট কর্নার

স্ট্যান্ডার্ড চার্টার্ড : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস যৌথভাবে প্রথমবারের মতো দেশে আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু করেছে। এই উদ্যোগে বিমানের আর্থিক ব্যবস্থাপনায় শুরু হলো নতুন অধ্যায়। নতুন এই উদ্যোগ নিয়ে কথা বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. মো. শফিকুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়সহ অন্যরা।
পিকেএসএফ : রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত ‘স্মল ভেনচারস, বিগ ফিউচার : মাইক্রোএন্টারপ্রাইজ অ্যাজ এঞ্জিন অব ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাবেক পরিচালক ড. সেলিম জাহান।
জনতা ব্যাংক : জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা আয়োজিত ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। এতে জনতা ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সোনালী ব্যাংক : সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ১৫তম পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য, ডিএমডিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ডেমিস হাসাবিস : প্রধান নির্বাহী কর্মকর্তা, গুগল ডিপমাইন্ড

নতুন যেসব এআই মডেল আসবে সেগুলো দিয়ে শুধু রোগ সারিয়ে তোলা নয়, রোগ নির্মূলও করা যাবে বলে মন্তব্য করেছেন গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস। তিনি বলেন, ‘ওষুধ তৈরি করতে ১০ বছর সময় লাগে। খরচ হয় কয়েক শতকোটি ডলার। আগামীতে এআইয়ের সহায়তায় সময়সীমা কমিয়ে কয়েক মাস বা সপ্তাহে আনা যেতে পারে।