<p><strong>শ্বশুরবাড়িতে কি মুসাফির হিসেবে নামাজ পড়া যায়?</strong></p> <p>প্রশ্ন : আমার স্ত্রী ময়মনসিংহ সদরে নিজের বাবার বাড়িতে অবস্থান করে। আমি ঢাকা থেকে গিয়ে প্রতি সপ্তাহে শ্বশুরবাড়িতে দুই-তিন দিন অবস্থান করে আবার ঢাকায় চলে আসি। এ অবস্থায় আমি মুকিম না মুসাফির। অর্থাৎ আমি কি কসরের নামাজ পড়ব, নাকি স্বাভাবিকভাবে নামাজ পড়ব। দয়া করে জানাবেন। উল্লেখ্য, আমার গ্রামের বাড়ি থেকে সদর প্রায় ৩০ কিলোমিটার এবং ঢাকা ১৪০ কিলোমিটার।</p> <p>মুহাম্মদ মাজহারুল ইসলাম, সানকা, ত্রিশাল, ময়মনসিংহ</p> <p> </p> <p>উত্তর : প্রশ্নে বর্ণিত অবস্থায় আপনি সেখানে একসঙ্গে ১৫ দিনের কম থাকলে আপনি মুসাফির থাকবেন। (ফতওয়া কাজি খান : ১/৮০, ইমদাদুল আহকাম : ১/৭২৩)</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>