শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে : শশী থারুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে : শশী থারুর
ফাইল ছবি

ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে।’

ভারতের রাজধানী নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সোমবার (১১ ফেব্রুয়ারি) একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শশী থারুর বলেন, ‘ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া যে তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

শশী থারুর বাংলাদেশ ইস্যুকে ‘স্পর্শকাতর’ হিসেবে উল্লেখ করেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তবে ভারত খুব ঝুঁকিতে পারতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসেবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি।’

তিনি আরো বলেন, ‘একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে, আপনি তা ঠিক করতে পারেন না। আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই।’

শশী থারুর এ-ও বলেন, ‘আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায়। তবে একই সঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে।’

সূত্র : দ্য প্রিন্ট

মন্তব্য

সম্পর্কিত খবর

ট্রেন ছিনতাই

পাকিস্তানের অভিযোগের জবাব দিল আফগানিস্তান ও ভারত

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
পাকিস্তানের অভিযোগের জবাব দিল আফগানিস্তান ও ভারত
ছবিসূত্র: এএফপি

বেলুচিস্তানের ঘটনায় আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে পাকিস্তান। সেই দাবি খারিজ করেছে ভারত ও আফগানিস্তান। 

বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান বৃহস্পতিবার আফগানিস্তান ও ভারতের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগ করেন। সেই দাবি নস্যাৎ করল ভারত ও আফগানিস্তান।

আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান ভিত্তিহীন কথা বলছে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পাকিস্তানের দাবি ভিত্তিহীন। সারা দুনিয়া জানে, আতঙ্কবাদের আঁতুড়ঘর কোথায়। অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকাক পাকিস্তান।

’      

আফগানিস্তানের বিরুদ্ধে

সাধারণভাবে পাকিস্তান তাদের দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে ভারতকে দায়ি করলেও, জাফর এক্সপ্রেসের ঘটনা নিয়ে আফগানিস্তানকেই মূল নিশানা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলি জানান আফগানিস্তানেই ট্রেন হাইজ্যাকের ছক করেছিল বিচ্ছিন্নতাবাদীরা।

তিনি জানিয়েছেন, ‘আমাদের নীতির কোনো পরিবর্তন হয়নি। তথ্য অনুযায়ী পাকিস্তানে এই ধরনের হামলার জন্য দাযি থাকে ভারত।

তবে এক্ষেত্রে আমাদের কাছে প্রমাণ আছে এই হামলার ছক আফগানিস্তানে কষা হয়েছে।’

আরো পড়ুন
এবার দুই সহস্রাধিক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের

এবার দুই সহস্রাধিক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের

 

শফকাত আরো বলেন সারা পৃথিবীজুড়ে 'হত্যার প্রচার' চালাচ্ছে ভারত। এর ফলে প্রতিবেশী দেশগুলো বিপদে পড়ছে। বেলুচিস্তান লিবারেশান আর্মি বা বিএলএ সম্পর্কে ভারতীয় মিডিয়ার সদর্থক প্রচারেরও সমালোচনা করেন তিনি। তারপরেই ভারত ওই প্রতিক্রিয়া জানায়।

আফগানিস্তানে তালেবান শাসকরাও জানিয়েছেন, তাদের সঙ্গে পাকিস্তানের ট্রেনে হামলার কোনো সম্পর্ক নেই। আফগানিস্তান কোনোভাবে এর সঙ্গে জড়িত নয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, ‘পাকিস্তান ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা এই অভিযোগ খারিজ করছি। আমরা পাকিস্তানকে বলছি, তারা যেন নিজেদের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সমস্যা নিয়ে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে।’

মন্তব্য
যুক্তরাষ্ট্র

দুই সহস্রাধিক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুই সহস্রাধিক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের
ছবিসূত্র : এএফপি

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ২ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটির ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান বন্ধ করে দিয়েছে। অনুদান কমানোর জেরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়টিতে ছাঁটাইয়ের বেশিরভাগ অংশই এর আন্তর্জাতিক কর্মীদের ওপর প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, ৪৪টি দেশের ১ হাজার ৯৭৫ জন কর্মচারী ছাঁটাই করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আরো ২৪৭ জন কর্মচারী ছাঁটাই করা হয়েছে। প্রায় ১০০ জন অতিরিক্ত কর্মীকে সংক্ষিপ্ত সময়সূচীসহ ছুটিতে পাঠানো হবে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা আমাদের পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটা কঠিন দিন। ইউএসএইডের ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি তহবিল বন্ধ করে দেয়ায় আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ এখন বন্ধ করে দিতে হচ্ছে।’

আরো পড়ুন
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ লাগবেই: ন্যাটো প্রধানকে ট্রাম্প

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ লাগবেই: ন্যাটো প্রধানকে ট্রাম্প

 

চলতি মাসের শুরুর দিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রোনাল্ড ড্যানিয়েলস ছাত্র ও অধ্যাপকদের উদ্দেশে দেয়া এক বার্তায় বলেন, ‘গত বছর তাদের প্রাপ্ত তহবিলের প্রায় অর্ধেকই ছিল সরকারি অনুদান।’

মেরিল্যান্ড-ভিত্তিক বিশ্ববিদ্যালয়টি আরো জানিয়েছে, তারা তাদের কর্মীদের নিয়ে গর্বিত।

কারণ তারা মা ও শিশুদের যত্ন নেওয়া, বিভিন্ন রোগের চিকিৎসা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করাসহ বিশ্বজুড়ে অগণিত অন্যান্য গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী প্রচেষ্টা এগিয়ে নিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক সরকারি ব্যয় কমানোর জন্য বিদেশি সহায়তা, গবেষণা ও উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)-এর সহায়তা তহবিল বন্ধ করে দিয়েছেন। এরই অংশ হিসেবে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অনুদানও বন্ধ করে দেয়া হয়।

সূত্র: সিএনএন

মন্তব্য

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ লাগবেই: ন্যাটো প্রধানকে ট্রাম্প

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ লাগবেই: ন্যাটো প্রধানকে ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত করার সংকল্প ফের ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাইসের এক বৈঠকে ন্যাটো প্রধান মার্ক রুটেকে এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্ক রুটেকে ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক সুরক্ষার জন্যই গ্রিনল্যান্ডের ওপর দখল চায় যুক্তরাষ্ট্র। 

এই সংযুক্তিকরণ সম্ভব কি না জানতে চাওয়া হলে ট্রাম্প এক সাংবাদিককে জানান, ‘আমার মনে হয় এটা হবে।

ট্রাম্প আরো বলেন, এর আগে এই প্রস্তাব নিয়ে তিনি খুব একটা চিন্তা করেননি। রুটে এই বিষয় তাকে সাহায্য করতে পারেন, তাই এই বৈঠকে তিনি এই প্রস্তাবটি রেখেছেন। তিনি বলেন এমন অনেক দেশ আছে যাদের গ্রিনল্যান্ডে যাতায়াত আছে। সেই কারণেই আন্তর্জাতিক সুরক্ষার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন।

আরো পড়ুন
হামলার শিকার হয়ে থাই সীমান্তে পালাল মায়ানমারের একদল জান্তা

হামলার শিকার হয়ে থাই সীমান্তে পালাল মায়ানমারের একদল জান্তা

 

রুটে অবশ্য জানিয়েছেন, তিনি এই বিতর্ক থেকে দূরে থাকতে চান। তিনি বলেন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ব্যাপারে তিনি ন্যাটোকে যুক্ত করতে চান না। যুক্তরাষ্ট্র প্রাকৃতিক সম্পদে পূর্ণ গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ নিতে চায়। এই অঞ্চলে চীন এবং রাশিয়ার প্রভাবও আছে।

ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন গ্রিনল্যান্ড্রের প্রধানমন্ত্রী মিউট বি ইডগা। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার আমাদের সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছেন। যথেষ্ট হয়েছে।’ তিনি জানান এই প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য তিনি একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিতে চান।

মঙ্গলবার গ্রিনল্যান্ডের বাণিজ্যমুখি রাজনৈতিক দল ডেমোক্রাটিট পার্টি ক্ষমতায় এসেছে।

তাদের নেতা ইয়েন-ফ্রেড্রিক নিয়েলসনও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ট্রাম্পের প্রস্তাব অনৈতিক। এরকম অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।’

আরো পড়ুন
এবার আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা

এবার আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা

 

ডেনমার্কের অন্তর্গত হলেও ২০০৯ থেকে গ্রিনল্যান্ড আভ্যন্তরীণ বিষয় স্বায়ত্বশাসন অর্জন করেছে। উত্তরের এই আর্কটিক দ্বীপটি যদিও অর্থনৈতিকভাবে ডেনমার্কের ওপর নির্ভরশীল। ডেনমার্ক সরকার এর সামরিক সুরক্ষা এবং পররাষ্ট্র বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে।নির্বাচনের ফল অনুযায়ী অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক থেকে স্বাধীনতা চান। কিন্তু যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তি চান না।

মন্তব্য

হামলার শিকার হয়ে থাই সীমান্তে পালাল মায়ানমারের একদল জান্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হামলার শিকার হয়ে থাই সীমান্তে পালাল মায়ানমারের একদল জান্তা
ছবিসূত্র : এএফপি

আজ শুক্রবার একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে মায়ানমারের একদল সেনা থাই সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে। ওই সেনাদের ঘাঁটি থেকে উৎখাত করা হলে তারা সীমান্তে পালিয়ে যায় বলে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে। ২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মায়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত, জান্তা বিভিন্ন সশস্ত্র জাতিগত সংগঠন এবং গণতন্ত্রপন্থী সমর্থকদের সঙ্গে লড়াই করছে।

কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ)-এর যোদ্ধারা শুক্রবার ভোরে পুলু তু সীমান্ত সামরিক ঘাঁটিতে আক্রমণ করে বলে থাই সেনাবাহিনী জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মায়ানমারের সেনাবাহিনী ঘাঁটিটি রক্ষা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কেএনএলএ সফলভাবে তার নিয়ন্ত্রণ নিয়ে। বেশ কয়েকজন মায়ামারের সেনা নিহত হয়েছে এবং কিছু সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে।’

বিবৃতিতে কতজন মায়ানমারের সেনা সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডের তাক প্রদেশে প্রবেশ করেছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে বলা হয়েছে, তাদের ‘মানবিক সহায়তা প্রদান করা হয়েছে’।

সংগঠনের রাজনৈতিক শাখা কারেন ন্যাশনাল ইউনিয়নের একজন মুখপাত্রের মতে, কেএনএলএ বাহিনী ভোর ৩টার দিকে (বৃহস্পতিবার) ঘাঁটিটি দখল করে। এতে বলা হয়েছে, মায়ানমারের সেনারা তাদের বন্দুক ফেলে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার পর কেএনএলএ যোদ্ধারা ঘাঁটিটি দখল করে নেয়। মায়ানমার জান্তার একজন মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন
গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের কারগিল

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের কারগিল

 

পুলু তু ঘাঁটিটি সীমান্তবর্তী শহর মায়াওয়াদ্দি থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অবস্থিত।

এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র, যা গত বছর জান্তা-বিরোধী যোদ্ধা এবং সেনাবাহিনীর মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এই অঞ্চলটি মায়ানমারে জালিয়াতি-কেন্দ্রের উত্থানের কেন্দ্রস্থলও।

কেএনএলএ কয়েক দশক ধরে মায়ানমারের দক্ষিণ-পূর্ব সীমান্তে বসবাসকারী কারেন জনগণের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। এটি অভ্যুত্থানের আগে থেকেই সক্রিয় কয়েক ডজন জাতিগত সশস্ত্র সংগঠনের মধ্যে একটি, যা জান্তার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর লড়াইকারী বাহিনী হিসেবে প্রমাণিত হয়েছে।

যদিও সেনাবাহিনীর যথেষ্ট আঞ্চলিক ক্ষতি হয়েছে, বিশ্লেষকরা বলছেন, তারা মায়ানমারের প্রাণকেন্দ্রে এখনো শক্তিশালী, তাদের বিমানবাহিনী তাদের প্রতিপক্ষের ওপর প্রতিশোধমূলক ক্ষতি করতে সক্ষম।

 

সূত্র : এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ