চুয়াডাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
শেয়ার
চুয়াডাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার
ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) চুয়াডাঙ্গার জামিউল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।  

ইফতার মাহফিলে মাদ্রাসার আবাসিক কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে শুভসংঘের বন্ধুরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মুফতি আমানুল্লাহ।

 

বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিনের আমন্ত্রণে শিক্ষার্থীরা ছাড়াও এলাকার মুসল্লিরাও ইফতার মাহফিলে অংশ নেন। 

বদর উদ্দিন বলেন, 'আমরা অনেকেই আমাদের পিতা-মাতা ও নিকটজনদের হারিয়েছি। তাদের জন্য আমরা ইফতার মাহফিলে বসে দোয়া করেছি। আমাদের নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করেছি।

মহান রাব্বুল আলআমিন নিশ্চয় আমাদের ক্ষমা করবেন।' 

তিনি আরো বলেন, 'আমরা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মানবতার জন্য কাজ করে যাব। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকব। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আমাদের সাধ্যমতো কাজ করব।

'

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মানিক আকবর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জামান আখতার, বসুন্ধরা শুভসংঘের সদস্য শেখ লিটন, ঈশান সাদমান, আনসার আলী, মাসুম উদ্দিন ও মোতাহার আলী জোয়ার্দ্দার প্রমুখ। 

মন্তব্য

সম্পর্কিত খবর

বসুন্ধরা শুভসংঘের মসজিদ পরিষ্কার অভিযান

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের মসজিদ পরিষ্কার অভিযান
ছবি: বসুন্ধরা শুভসংঘ

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মসজিদ পবিত্রতম স্থান। বসুন্ধরা শুভসংঘ টংগীবাড়ি উপজেলা শাখার সদস্যরা পশ্চিম সোনারং পুরাতন জামে মসজিদ পরিষ্কার করেছেন। গত শুক্রবার (১৪ মার্চ) রোজারত অবস্থায় মুসল্লিদের জুমার নামাজ আদায়ের সুবিধার্থে তারা মসজিদটি পরিষ্কার করেন।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন পশ্চিম সোনারং পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ মাহাবুব রহমান, বসুন্ধরা শুভসংঘ টংগীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হাওলাদার ইব্রাহিম, প্রচার সম্পাদক আসিফ ও দপ্তর সম্পাদক সিয়াম দেওয়ান অন্তু শেখ।

মাওলানা মুফতি মোহাম্মদ মাহাবুব রহমান মসজিদ পরিষ্কারের ফজিলত তুলে ধরে বলেন, নবিজি (সা.) মসজিদে কোনো ময়লা দেখলে নিজ হাতে তা পরিষ্কার করতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একবার রাসুল (সা.) মসজিদের দেয়ালে ময়লা দেখে একটি পাথরের টুকরা নিয়ে নিজ হাতে তা পরিষ্কার করেছিলেন। (সহিহ বুখারি-৪০৮)

তিনি আরো বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের সওয়াব (ইবাদতের প্রতিদান) আমার সামনে উপস্থাপন করা হয়েছে, এমনকি কোনো ব্যক্তি কর্তৃক মসজিদ থেকে ময়লা-আবর্জনা দূর করার সওয়াবও (যা সবচেয়ে পুণ্যের কাজ)।

বসুন্ধরা শুভসংঘ টংগীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

বসুন্ধরা শুভসংঘ নানা ভালো কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত উপস্থাপন করছে। পবিত্র রমজানে মসজিদ পরিষ্কারের মাধ্যমে আমাদের মনকেও পরিষ্কার করে নিলাম।

স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার ও দোয়ার আয়োজন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার ও দোয়ার আয়োজন
ছবি: বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে মাসজুড়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এছাড়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরাও ইফতার সামগ্রী পাচ্ছেন।

গত শুক্রবার জামেয়াতুল মদিনা মাদ্রাসায় এতিম ও অসহায় ছাত্রদের নিয়ে আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

এই দোয়া মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার মোহতামিম, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

শুভসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহতী কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে চলমান থাকবে।

আয়োজনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে এবং তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করা হয়েছে।

স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ
ছবি: শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার উদ্যোগে রাজধানীর ভাটারা থানা এলাকায় শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) এই কার্যক্রমে অংশ নেন সংগঠনের সদস্যরা।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন, মো. সাব্বির হোসেন রুপক ও ফাহিম হাসানসহ অন্যান্য সদস্যরা।

এক শ্রমজীবী ইফতার পেয়ে বলেন, সারাদিন বাইরে কাজ করার কারণে বাড়িতে ইফতার করতে যেতে পারি না।

বসুন্ধরা শুভসংঘ আমাদের ইফতার দিয়েছে, এতে খুব ভালো লেগেছে। তাদের জন্য দোয়া করি।

সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন বলেন, শ্রমজীবীরা রোজা রেখে প্রচণ্ড গরমে সারাদিন পরিশ্রম করেন। আমরা চেষ্টা করেছি তাদের মুখে হাসি ফোটাতে।

বসুন্ধরা শুভসংঘ সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়।

সংগঠনের সদস্য সাব্বির হোসেন ও ফাহিম হাসান বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি সামাজিক সংগঠন, যা সব সময় সমাজের পাশে থাকে। আমরা শ্রমজীবীদের পাশে থাকার চেষ্টা করেছি।

ভাটারা থানা এলাকাবাসী এই উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

তারা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

বসুন্ধরা শুভসংঘের এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংগঠনটি আগামীতেও এমন মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

বসুন্ধরা শুভসংঘের ইফতারে সর্বস্তরের নারী এক কাতারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের ইফতারে সর্বস্তরের নারী এক কাতারে
ছবি: কালের কণ্ঠ

নারী সম্মান, মর্যাদা ও অধিকারের প্রতীক। নারী শুধু ঘরের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও জাতি গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু জীবনের নানা প্রতিকূলতার কারণে সমাজের অনেক নারী অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকেন। নারীদের তাৎপর্যকে আরো গভীরভাবে উপলব্ধি করে এবং পবিত্র রমজানের মহিমায় উদ্ভাসিত হয়ে বসুন্ধরা শুভসংঘ আয়োজন করল এক ব্যতিক্রমী ইফতার মাহফিল।

সমাজের সকল স্তরের নারীদের প্রতি সম্মান জানিয়ে আজ শুক্রবার বসুন্ধরা শুভসংঘ বিশেষ উন্মুক্ত ইফতার বৈঠকের আয়োজন করে। নারীদের প্রতি বসুন্ধরা শুভসংঘের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশের প্রেক্ষিতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। গৃহকর্মী, কারখানার শ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ বিভিন্ন স্তরের চার শতাধিক নারী উন্মুক্ত ইফতার বৈঠকে উপস্থিত ছিলেন।

উন্মুক্ত ইফতার বৈঠকে অংশগ্রহণ করে গৃহকর্মী সালমা বেগম বলেন, ‌‘সারা বছর আমরা পরিশ্রম করি, কিন্তু আমাদের মতো নারীদের জন্য এমন আয়োজন খুব কম হয়।

আজ শুভসংঘ আমাদের শুধু ইফতার করায়নি, বরং আমাদের সম্মানের সঙ্গে বসার সুযোগ করে দিয়েছে। মনে হলো, আমরা অবহেলিত নই, আমরা সমাজেরই অংশ।’

বসুন্ধরা শুভসংঘের সদস্য সানজিদা ইসলাম তানিশা ভূইয়া বলেন, ‘নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা। কিন্তু অনেক নারী সমাজে তাঁদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হন।

বসুন্ধরা শুভসংঘের এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা শুধু তাঁদের পাশে থাকার বার্তাই দিতে চাইনি, বরং তাঁদের জীবনের অংশ হতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ