সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ চত্বরে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভসংঘের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
ইফতার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বলেন, ‘সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য।’
ইফতার বিতরণ শেষে বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি (প্রস্তাবিত) গঠন করে অনুমোদনের জন্য বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়।
নতুন কমিটিতে শিক্ষক মো. ফরহাদ হোসেনকে সভাপতি ও সুমন আনসারীকে সাধারণ সম্পাদক প্রস্তাব করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা করা হয়েছে ডা. সামিউল ইনলাম রনি, মো. আরিফ, মাহমুদুল হাসান মিলন ও ফিরোজ আহমেদ আনসারীকে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি প্রভাষক ওবামুদুল হক কায়েছ, প্রভাষক আলামিন হোসেন, মো. আব্দুল মতিন সরকার, মো. রেজাউল করিম, মো. মঞ্জুরুল ইসলাম, মো. বুলবুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. শরীফুল ইসলাম শামীম, মো. এনামুল হক, মো. আকাশ, মো. নাইম হাসান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লবা ও অনিক হাসান, অর্থ সম্পাদক আব্দুল্লাহেল আল কাফি, দপ্তর সম্পাদক ইমরান হাসান আসিফ, ইভেন্ট সম্পাদক মো. সুলতান মাহমুদ বাবলু, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আদৃত রোহান, প্রচার সম্পাদক তানভীর হাপান শাওন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আব্দুল খালেক, স্বাস্থ্য ও মানব বিষয়ক সম্পাদক ডা. মামুন, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রনজু, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আলামিন হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রওশন আরা রিজু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শিক্ষক সাহাদত হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইউসুব ইব্রাহিম তন্ময়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আল শাহরিয়া খোকন, কার্যকরী সদস্য আতাউর রহমান রাজু, রাশেদা সুলতানা রোজী, জহুরুল ইসলাম, রুহুল আমীন, আককাছ আলী।
উল্লাপাড়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে নতুন কমিটি আগামী দিনগুলোতে দারিদ্র্য বিমোচন, শিক্ষা সহায়তা, সচেতনতা, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কাজে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে।