ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মসজিদ পবিত্রতম স্থান। বসুন্ধরা শুভসংঘ টংগীবাড়ি উপজেলা শাখার সদস্যরা পশ্চিম সোনারং পুরাতন জামে মসজিদ পরিষ্কার করেছেন। গত শুক্রবার (১৪ মার্চ) রোজারত অবস্থায় মুসল্লিদের জুমার নামাজ আদায়ের সুবিধার্থে তারা মসজিদটি পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন পশ্চিম সোনারং পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ মাহাবুব রহমান, বসুন্ধরা শুভসংঘ টংগীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হাওলাদার ইব্রাহিম, প্রচার সম্পাদক আসিফ ও দপ্তর সম্পাদক সিয়াম দেওয়ান অন্তু শেখ।
মাওলানা মুফতি মোহাম্মদ মাহাবুব রহমান মসজিদ পরিষ্কারের ফজিলত তুলে ধরে বলেন, নবিজি (সা.) মসজিদে কোনো ময়লা দেখলে নিজ হাতে তা পরিষ্কার করতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একবার রাসুল (সা.) মসজিদের দেয়ালে ময়লা দেখে একটি পাথরের টুকরা নিয়ে নিজ হাতে তা পরিষ্কার করেছিলেন। (সহিহ বুখারি-৪০৮)
তিনি আরো বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের সওয়াব (ইবাদতের প্রতিদান) আমার সামনে উপস্থাপন করা হয়েছে, এমনকি কোনো ব্যক্তি কর্তৃক মসজিদ থেকে ময়লা-আবর্জনা দূর করার সওয়াবও (যা সবচেয়ে পুণ্যের কাজ)।
বসুন্ধরা শুভসংঘ টংগীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
বসুন্ধরা শুভসংঘ নানা ভালো কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত উপস্থাপন করছে। পবিত্র রমজানে মসজিদ পরিষ্কারের মাধ্যমে আমাদের মনকেও পরিষ্কার করে নিলাম।
স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।