<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) রাতে তাঁকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা আছে। তৌফিক-ই-এলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ২ : অবৈধভাবে</span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গ্রেপ্তার মেহেদী হাসান ডিএমপি আদাবর থানা এবং রিয়াজ মাহমুদ গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় করা দুটি পৃথক হত্যা মামলার এজাহরনামীয় আসামি। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p> <p> </p>