<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির অভিযোগ রয়েছে। এমনকি প্রতিষ্ঠানটি প্রায় দেউলিয়া পর্যায়ে রয়েছে। তাদেরই সহযোগী প্রতিষ্ঠান ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজি। সেই কম্পানি ২৫টি প্লট বরাদ্দ পেয়েছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুর নির্বাচনী এলাকা ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে এই প্লট বরাদ্দ দেওয়া হয়, যা শিল্পনগরীর মোট প্লটের প্রায় এক-তৃতীয়াংশ। প্লটগুলো ফাঁকাই পড়ে আছে। আমু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, ফরচুন সুজ রপ্তানিমুখী জুতার কারখানা। বরিশাল বিসিকে জমি বরাদ্দ নিয়ে ২০১২ সালে ফরচুন সুজের কারখানা উৎপাদনে আসে। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি দেশের শেয়ারবাজারেও তালিকাভুক্ত হয়। মিজানুর রহমান ফরচুন গ্রুপের চেয়ারম্যান। শিল্প খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ মিজানুর রহমানের ফরচুন সুজ মাঝারি শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পেয়েছিল। তিনি বরিশাল বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি। বিপিএলে ফরচুন বরিশাল নামে তাঁর একটি ক্রিকেট টিম রয়েছে। </span></span></span></span></p> <p> </p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমুর সঙ্গে যেভাবে সখ্য</span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল বিসিক শিল্পনগরীর উন্নয়নমূলক কাজের ঠিকাদারি পরোক্ষভাবে পান মিজানুর রহমান। উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে তৎকালীন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে মিজানুর রহমানের বিরোধ বাধে। পরে দুজনের বিরোধ প্রকাশ্যে আসে। গেল বরিশাল সিটি নির্বাচনে মিজানুর রহমান মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিলও করেছিলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাদিকের চাচা আবুল খায়ের আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পাওয়ায় মিজানুর রহমান আর নির্বাচনে আসেননি। তবে আবুল খায়েরের পক্ষে নির্বাচনী প্রচারে ছিলেন। এদিকে আমির হোসেন আমুর সঙ্গে সাদিকের বাবা আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক বিরোধ প্রায় তিন যুগের পুরনো। সেই বিরোধের সূত্র ধরেই সাদিকের সঙ্গে আমুর রাজনৈতিক দূরত্ব ছিল। সেই সুযোগে আমির হোসেন আমুর খুব কাছে চলে যান মিজানুর রহমান। আমুর সুপারিশেই বিসিকের ২৫টি প্লট বাগিয়ে নেন মিজান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""> </span></span></p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝালকাঠি বিসিকের পথচলা </span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল-ঝালকাঠি-খুলনা মহাসড়কসংলগ্ন ঝালকাঠির ঢাপড় এলাকায় ১১.৮ একর জমির ওপর গড়ে উঠেছে ঝালকাঠি বিসিক শিল্পনগরী। তবে প্লটভুক্ত জমির পরিমাণ ৮.২৬ একর। প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ২০১৪-১৫ অর্থবছরে এর নির্মাণ শুরু হয়ে ২০১৮-১৯ অর্থবছরে সম্পন্ন হয়। পর্যায়ক্রমে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। তবে বিসিকের কোনো সুপারিশ ছাড়া দেউলিয়া হওয়া ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজি কম্পানিকে ২৫টি প্লট বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""> </span></span></p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরচুন অবৈধভাবে প্লট পেয়েছে</span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিসিক শিল্পনগরী বা শিল্প পার্কে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা নীতিমালায় বলা হয়েছে, বিসিকের প্লট বরাদ্দের জন্য গঠিত জেলা কমিটি সর্বোচ্চ ১৫ হাজার বর্গফুট পর্যন্ত প্লট বরাদ্দ দিতে পারবে। ১৫ থেকে ৪৫ হাজার বর্গফুট পর্যন্ত প্লট বরাদ্দ পেতে বিসিকের চেয়ারম্যানের অনুমোদর লাগবে। তবে ৪৫ হাজার বর্গফুটের বেশি প্লটের ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বা সচিবের অনুমতি লাগবে। প্রতিটি ক্ষেত্রেই জেলা পর্যায়ে থাকা পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির সুপারিশ নিতে হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ৭৫ হাজার বর্গফুটের ২৫টি প্লট পেলেও ফরচুনের আবেদপত্রে বিসিকের সুপারিশ ছিল না। তাই শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি পৃথক কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২২ এপ্রিল বিসিকের মতামতের তোয়াক্কা না করে শিল্পসচিব ২৫টি প্লট বরাদ্দ দেন। এই প্লট বরাদ্দের জন্য ১২ কিস্তিতে চার কোটি ৭০ লাখ টাকা ধার্য করা আছে। ১০ শতাংশ হিসাবে দুই কিস্তির টাকা জমা নিয়ে এরই মধ্যে প্লট বরাদ্দ বুঝে নিয়েছে ফরচুন। </span></span></span></span></p> <p> </p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্টরা যা বলছেন</span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্পনগরী কর্মকর্তা আল আমিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিসিকের নীতিমালায় এ বরাদ্দ অযৌক্তিক বলেই আমরা তাদের আবেদনে সুপারিশ করিনি। এমনকি বিসিক প্রধান কার্যালয় থেকেও এই বরাদ্দের বিরোধিতা করা হয়েছিল। তবু তিনি ২৫টি প্লট বরাদ্দ পেয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ঝালকাঠি বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক আলী আসগর নাসির কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরচুনের নামে প্লট বরাদ্দের সময় আমি ছিলাম না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁকে মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ৬ নভেম্বর পশ্চিম ধানমণ্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে রয়েছেন।</span></span></span></span></p>