হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকার নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।