জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সরকারি দপ্তরগুলোতে গত পাঁচ বছরে তিন লাখ ৫৮ হাজার ২৩৭ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২০ হাজার ২৬৪ জন নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।
সংসদ সদস্য সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রীর তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সর্বোচ্চ চট্টগ্রাম থেকে এক হাজার ৩৪১ জন, দ্বিতীয় সর্বোচ্চ ঢাকায় এক হাজার ২৩৫, সর্বনিম্ন বান্দরবান থেকে ৩৪ জন, দ্বিতীয় সর্বনিম্ন জনপ্রশাসন মন্ত্রীর জেলা মেহেরপুর থেকে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
১৭ ধরনের টিকা উৎপাদন
সরকারদলীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান সংসদকে জানান, ঢাকার মহাখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে গবাদি পশু ও হাঁস-মুরগির ১৫টি মারাত্মক সংক্রামক রোগের ১৭ ধরনের টিকা উৎপাদন করা হয়ে থাকে। এসব টিকা প্রান্তিক খামারিদের মধ্যে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়। সরকার টিকার সহজলভ্যতা অর্জনে ২০২২-২৩ অর্থবছরে ৩২ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার ডোজ গবাদি পশু ও হাঁস-মুরগির টিকা উৎপাদন ও তা প্রান্তিক খামারিদের মধ্যে বিতরণ করেছে।
নিবন্ধিত জেলে ১৮ লাখ
সরকারদলীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, উপকূলীয় এলাকার জেলেসহ সারা দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ তিন হাজার ৪১৮ জন।
তাঁদের মধ্যে ১৪ লাখ ২০ জনকে আইডি কার্ড দেওয়া হয়েছে।