ঢাকা, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭
সংসদ

সরকারি দপ্তরগুলোতে ৫ বছরে ৩ লাখ ৫৮ হাজার পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সরকারি দপ্তরগুলোতে ৫ বছরে ৩ লাখ ৫৮ হাজার পদে নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সরকারি দপ্তরগুলোতে গত পাঁচ বছরে তিন লাখ ৫৮ হাজার ২৩৭ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২০ হাজার ২৬৪ জন নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদ সদস্য সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রীর তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সর্বোচ্চ চট্টগ্রাম থেকে এক হাজার ৩৪১ জন, দ্বিতীয় সর্বোচ্চ ঢাকায় এক হাজার ২৩৫, সর্বনিম্ন বান্দরবান থেকে ৩৪ জন, দ্বিতীয় সর্বনিম্ন জনপ্রশাসন মন্ত্রীর জেলা মেহেরপুর থেকে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

১৭ ধরনের টিকা উৎপাদন

সরকারদলীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান সংসদকে জানান, ঢাকার মহাখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে গবাদি পশু ও হাঁস-মুরগির ১৫টি মারাত্মক সংক্রামক রোগের ১৭ ধরনের টিকা উৎপাদন করা হয়ে থাকে। এসব টিকা প্রান্তিক খামারিদের মধ্যে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়। সরকার টিকার সহজলভ্যতা অর্জনে ২০২২-২৩ অর্থবছরে ৩২ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার ডোজ গবাদি পশু ও হাঁস-মুরগির টিকা উৎপাদন ও তা প্রান্তিক খামারিদের মধ্যে বিতরণ করেছে।

নিবন্ধিত জেলে ১৮ লাখ

সরকারদলীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, উপকূলীয় এলাকার জেলেসহ সারা দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ তিন হাজার ৪১৮ জন।

তাঁদের মধ্যে ১৪ লাখ ২০ জনকে আইডি কার্ড দেওয়া হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মেট্রো রেলের পিলারে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন চিত্র

শেয়ার
মেট্রো রেলের পিলারে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন চিত্র
ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় মেট্রো রেলের পিলারে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছে জাতীয়তাবাদী যুবদল। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ ডলার

চলতি বছরের জুলাই মাসের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে সাত কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার, যার তুলনায় এবারে রেমিট্যান্স-প্রবাহ বেড়েছে ৩১.৫০ শতাংশ।

 

মন্তব্য

সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের দাবি মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের দাবি মহিলা পরিষদের

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা এক-তৃতীয়াংশে উন্নীত করা এবং এসব আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। বিবৃতিতে বলা হয়, সমপ্রতি জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে সংসদে নারী আসন প্রসঙ্গে চলমান আলোচনা নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। গত ১৪ জুলাই শুরু হওয়া এই আলোচনায় এখনো কোনো রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছতে না পারায় আমরা বিস্মিত।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রত্যাহারের দাবি

    ঢাবিতে ‘লাল কার্ড’ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রত্যাহারের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে টিএসসির রাজু মিলনায়তনে লাল কার্ড সমাবেশ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বাংলাদেশে অবস্থানের অনুমোদন বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলের এই সমাবেশে শিক্ষার্থীরা এই কার্যালয়কে ইস্ট ইন্ডিয়া কম্পানির আধুনিক সংস্করণ আখ্যায়িত করে দেশের সার্বভৌমত্ব, মূল্যবোধ ও ভাবমর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। সমাবেশে বক্তারা বলেন, এই কার্যালয় পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা, সমকামিতা ও পতিতাবৃত্তির মতো বিষয়ে বৈধতা প্রদান, নারী নিপীড়ন, ধর্মীয় স্বাধীনতা হরণ এবং আইন-শৃঙ্খলার অবনতির কারণ হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ