<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সায়মা ওয়াজেদের ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সায়মা ওয়াজেদ জানান, ঢাকায় অনুষ্ঠেয় ডাব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার কমিটি সভার বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ ছাড়া চলতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের বিরুদ্ধে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার শক্তিশালী হয়ে ওঠা) বিষয়ক লক্ষ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও ডাব্লিউএইচওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিগগির ঢাকায় ডাব্লিউএইচওর আঞ্চলিক কমিটির সভা অনুষ্ঠিত হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এই সভায় অংশ নেবে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তবে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা জানাননি এই কর্মকর্তা।</span></span></span></span></p>