<p>স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর বেশির ভাগই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। বন্যা পরিস্থিতি আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি বন্যা-পরবর্তী চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে চট্টগ্রামে বন্যা-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি।’</p> <p>গতকাল রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা। চট্টগ্রাম বিভাগীয় এবং জেলাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় থাকা সব সংস্থার বিভাগীয় প্রধানদের সঙ্গে এই সভা হয়। স্থানীয় সরকার উপদেষ্টা চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ নিয়ে বলেন, চট্টগ্রাম ওয়াসা নগরের ৯০ শতাংশ লোকের জন্য পানি সরবরাহ করছে, বাকিদের পানি সরবরাহের আওতায় দ্রুত নিয়ে আসতে হবে শুধু পানি সরবরাহ করলেই হবে না, এই পানির বিশুদ্ধতাও নিশ্চিত করতে হবে।</p> <p> </p> <p> </p>