স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর বেশির ভাগই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। বন্যা পরিস্থিতি আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি বন্যা-পরবর্তী চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে চট্টগ্রামে বন্যা-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি।’
গতকাল রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা। চট্টগ্রাম বিভাগীয় এবং জেলাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় থাকা সব সংস্থার বিভাগীয় প্রধানদের সঙ্গে এই সভা হয়।