<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় ব্যাপক যানজট। গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চাপ সামলাতে হিমশিম খায় পুলিশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নজমুল হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্যোগপূর্ণ অবস্থার কারণে বিভিন্ন সড়কে পানি জমে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বেগ পেতে হয়। এতে যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের সদস্যরা কাজ করছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাফিক পুলিশ সূত্র বলছে, রাজধানীর যাত্রাবাড়ী, পুরান ঢাকা, উত্তরা ও বিমানবন্দর এলাকায় মূল সড়কে পানি জমে বেশি। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে যান চলাচল নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত একই রকম ছিল। এর বাইরে সড়কে সংস্কারকাজ চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পাতাল মেট্রো রেলের কাজ চলায় বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা ও যানজট দেখা দেয়। অতিরিক্ত পুলিশ নিযুক্ত করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে দেখা গেছে, প্রতিদিনই বাড্ডা সড়কে ব্যাপক যানজট লেগে থাকে। এর মধ্যে ভাটারা থানার সামনের সড়কে সারা দিন ব্যাপক যানজট থাকে। এতে অফিসমুখী মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়ে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে ট্রাফিক গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত দায়িত্বে (ট্রাফিক-উত্তরা বিভাগ) থাকা তারেক মাহমুদ বলেন, এমনিতেই সড়কে ট্রাফিক চাপ বাড়ছে। এর ওপর টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বৃষ্টি আর জলাবদ্ধতা আরো সমস্যা তৈরি করছে। বেশি সমস্যা হচ্ছে প্রগতি সরণি, মহাখালী বাস টার্মিনাল, আমতলী ও কাকলীতে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যানজট নিয়ন্ত্রণ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ডিএমপির সব ট্রাফিক বিভাগ। তিনি বলেন, যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের এই কর্মকর্তা বলেন, গত বুধবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান  চালিয়ে ৫০০টি মামলা করা হয়। এ সময় ২১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা টাকার মধ্যে ছয় লাখ ৬৭ হাজার ২৫০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ২৮টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।</span></span></span></span></p>