<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপির তিন নেতার দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্র। গত সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে তাঁদের পদ স্থগিত করার বিষয়টি জানানো হয়। তিন নেতা হলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, নুরুল হুদা চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে শামীর কাদের চৌধুরী। শামীর কাদের উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য ছিলেন। চিঠিতে বলা হয়, গত ৫ নভেম্বর আপনার বিরুদ্ধে জারি করা কারণ দর্শানো নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। সুতরাং আপনার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো। এর আগে ৫ নভেম্বর তাঁদের শোকজ করা হয়।</span></span></span></span></p>