<p>দেশ যেন আবার কোনো স্বৈরাচারের হাতে চলে না যায়, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘আবার যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসে, সে জন্য সংস্কার প্রয়োজন। কতগুলো পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন আনতে হবে।’</p> <p>গতকাল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময়সভায় কমিশনপ্রধান এসব কথা বলেন। সভায় সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদকাঠামো প্রণয়ন, নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখা, ভোটারদের নিরাপত্তা প্রদানসহ একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিশনপ্রধান বলেন, ‘শিক্ষার্থীদের প্রস্তাব গভীরভাবে বিবেচনা করা হবে। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে অঙ্গীকার করছি।’</p>