<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিন বছর সাত মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। গতকাল বুধবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন। এর আগে তার জামিনের কাগজপত্র গত ১ ডিসেম্বর চট্টগ্রাম কারাগারে পৌঁছায়। কিন্তু বিভিন্ন জটিলতায় তিনি মুক্তি পাননি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাবুল আক্তারের মুক্তির সময় তার বর্তমান স্ত্রী ইশরাত জাহান মুক্তাসহ আত্মীয়-স্বজন কারাগারের গেটে উপস্থিত ছিলেন। গতকাল রাতেই তিনি বিমানে করে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তী জামিন স্থগিত চেয়ে তার শ্বশুর মোশাররফ হোসেনের আবেদনে সাড়া দেননি আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল শুনানির পর ওই আবেদনে কোনো আদেশ দেননি বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত। ফলে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিন বহাল থাকছে। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২৭ নভেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ বাবুল আক্তারকে ছয় মাসের জামিন দেন। বাবুলকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, সে প্রশ্নে রুল জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়। গত ১ ডিসেম্বর এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেন মোশাররফ হোসেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান। বাবুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মোহাম্মদ শিশির মনির। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাবুলের কারামুক্তির পর তার আইনজীবী কফিল উদ্দিন চট্টগ্রামে সাংবাদিকদের জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন কারণে বাবুল আক্তারের কারাগার থেকে মুক্তি বাধাগ্রস্ত হয়েছে। তিনি তিন বছর সাত মাস জেলে ছিলেন ষড়যন্ত্রের কারণে। উনার ব্যক্তিগত ও চাকরিজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করি ন্যায় প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করছি উনার চাকরিজীবন থেকে সংসারজীবন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব কিছুতে স্বাভাবিকতা ফিরে আসবে। আজ তার ছেলে-মেয়েরা বাবাকে ফিরে পাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উচ্চ আদালত জামিনের আদেশ দিয়েছেন, জজ আদালত রিলিজ অর্ডার দিয়েছেন। আইন অনুযায়ী আদালতের স্থগিতাদেশ ছাড়া লয়ার সার্টিফিকেট দিয়ে কাউকে আটকে রাখাটা অবৈধ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারাগারের সামনে : বাবুল আক্তারের মুক্তি উপলক্ষে আগেই চট্টগ্রামে পৌঁছান তার (তিনি গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগে বিয়ে করেন) বর্তমান স্ত্রী ইসরাত জাহান মুক্তা। গতকাল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে বাবুলের খালাতো ভাই আবদুল মাজেদ, আত্মীয় আরিফ ও জিয়া এবং চট্টগ্রামের কয়েকজন অপেক্ষা করেন। এ সময় বাবুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ভোলাও ফুলের তোড়া নিয়ে উপস্থিত ছিলেন বলে বাবুলের এক আত্মীয় কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তবে ভোলা ফুলের তোড়া দেওয়ার সুযোগ পাননি। পরে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে বাবুল একটি সাদা প্রাইভেট কারে করে বের হয়ে যান। তার গাড়ির সামনে একটি পুলিশের গাড়ি ছিল। বাবুল তখন কারো সঙ্গে কথা বলেননি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম কারাগারের সামনে এক আত্মীয় বলেন, বাবুলকে নিরাপত্তার কারণে দুটি গাড়ি স্কট দিয়ে চট্টগ্রাম বিনামবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। বলেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। তার এক স্বজন জানান, বাবুল ও তার স্ত্রী ইউএস বাংলার একটি ফ্লাইটে রাত ৯টার দিকে ঢাকায় ফেরেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরে জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু।</span></span></span></span></p>