<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ সরকারের আমলে আইন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে এসংক্রান্ত কমিশনের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার কমিশনের মেয়াদ আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২৭ আগস্ট এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ওই সময় গুম কমিশনকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছিল। ওই আদেশে বলা হয়েছিল, কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে। কমিশন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অনুসারে তদন্তকার্য সম্পন্ন করে তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।</span></span></span></span></span></p>