<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম কোর্ট কম্পাউন্ড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। একই সঙ্গে অগ্নিনির্বাপণ সুরক্ষা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার দেওয়া পৃথক চিঠিতে এই নির্দেশনা এসেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচারকাজ পরিচালনা করে থাকেন। এ ছাড়া দেশের বহুল আলোচিত, গুরুত্বপূর্ণ ও শতবর্ষী বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি সুপ্রিম কোর্টে সংরক্ষণ করা হচ্ছে। আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিভিন্ন মামলার নথি সংরক্ষণে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা খুবই জরুরি। সে জন্য নিরাপত্তা জোরদার করতে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয়</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অগ্নিনির্বাপণ সুরক্ষা বাড়ানোর পাশাপশি এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে দুপুরে সংবাদ সম্মেলন থেকে সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।</span></span></span></span></span></p>