<p>বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতালের পক্ষ থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে মানিকগঞ্জের তালিমে জিকির ইজতেমায় আসা মুসল্লিদের। মানিকগঞ্জ পৌর এলাকার পটল বিলে গত বৃহস্পতিবার এই ইজতেমা শুরু হয়। আজ শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমাটি শেষ হবে। গতকাল শুক্রবার দুপুরে দেখা গেছে, ইজতেমা প্রাঙ্গণের মূল প্রবেশপথে আফরোজা বেগম জেনারেল হাসপাতালের চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে। বেশ কয়েকজন স্বাস্থ্যসেবা নিচ্ছেন। দুজন স্বাস্থ্যকর্মী ব্যস্ততার সঙ্গে তাঁদের চিকিৎসা দিচ্ছেন।</p> <p>কিশোরগঞ্জ থেকে গত বৃহস্পতিবার ইজতেমায় এসেছেন সত্তরোর্ধ্ব আবুল হাসেম মিয়া। আরো অনেকের সঙ্গে রাত কাটিয়েছেন আয়োজকদের প্যান্ডেলের নিচে। কিন্তু রাতের কুয়াশ আর শীতে বেশ কাবু হয়ে পড়েছেন তিনি। তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেছে। ইজতেমার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খোঁজ পেয়ে তিনি আসেন আফরোজা বেগম হাসপাতালের এই অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে। চিকিৎসা নিয়ে কেন্দ্রটি থেকে বের হওয়ার সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, ডাক্তার খুব আন্তরিকতার সঙ্গে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ক্যাম্পে বসিয়ে ওষুধ খাইয়েছেন। মোটামুটি সুস্থ হওয়ার পর ছেড়ে দিয়েছেন। ওষুধও দিয়ে দিয়েছেন। সমস্যা হলে আবার আসতেও বলেছেন। আবুল হাসেম বলেন, ‘এ রকম চিকিৎসাকেন্দ্র থাকায় আমাদের মতো মুসল্লিদের জন্য খুব সুবিধা হয়েছে।’ আফরোজ বেগম হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার কাজী তাওহীদ জানালেন, শীতের মধ্যে ইজতেমায় আসা মুসল্লিদের অনেকে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বয়স্ক মুসল্লিদের অনেকের ডায়াবেটিক, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা রয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।</p> <p> </p>