<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডক্টর ইউনূস এক দুর্বৃত্তের নাম, সে মানুষকে তো হত্যা করছেই, পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক একটি মৃত গরুর ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৩ সালের একটি ঘটনার ছবি। ছবিটি ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আবুল হাসানাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া গেছে। ওই পোস্টে মৃত গরুর একই ছবি যুক্ত থাকতে দেখা গেছে। পোস্টটির সূত্রে জানা গেছে, গরু হত্যার ঘটনাটি ২০২৩ সালের ২ জুলাই রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘটে। গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিল। পেটে বাছুর থাকা জীবন্ত গাভীকে কুপিয়ে পাশের বাদশা মোল্লার বাড়ির পাশে রেখে যাওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুসন্ধানে আরো জানা গেছে, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আখতার আলমের ফেসবুক পোস্ট থেকেও এই বিষয়ে একই তথ্য জানা গেছে। পোস্টটির কমেন্টে তিনি বলেন, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনীমোহন ইউনিয়নের করাতির হাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার। এ সময় লক্ষ্মীপুর সদর থানার ওসি সঙ্গে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শোনেন।</span></span></span></span></p> <p> </p>