<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গৃহায়ণ কর্তৃপক্ষের এক কর্মকর্তার সরকারি সফর ছিল চট্টগ্রামে। পরিদর্শন করার কথা ছিল বিভিন্ন হাউজিং প্রকল্প। কিন্তু তা না করে তিনি পরিবার নিয়ে ঘুরতে গেলেন রাঙামাটি, খাগড়াছড়ি, সাজেক ও কক্সবাজারে। সড়কপথে আসার কথা থাকলেও এসেছেন আকাশপথে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদেশ জারি হয়েছিল সরকারি সফরের। পাঁচ দিন ধরে পরিদর্শন করবেন চট্টগ্রামের বিভিন্ন হাউজিং প্রকল্প। শুধু তাই নয়, অফিস আদেশ অনুযায়ী ঢাকা থেকে সড়কপথে বন্দরনগরীতে আসার কথা থাকলেও এসেছেন বিমানে। কথা ছিল চট্টগ্রামে বিভিন্ন হাউজিং প্রকল্প পরিদর্শন করার। কিন্তু তা না করে গেলেন খাগড়াছড়ি, সাজেক, রাঙামাটি ও কক্সবাজারে। অভিযোগগুলো উঠেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) কাজী আতিয়ুর রহমানের বিরুদ্ধে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আতিয়ুর রহমানের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ দিনের সফরের শেষ দিন শুধু হাউজিংয়ের একটি প্রকল্পে ঘুরে গিয়েছিলেন। বাকি সময় তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন খাগড়াছড়ি, সাজেক ও রাঙামাটি। এরপর যান কক্সবাজার। সেখানে সময় কাটিয়ে আকাশপথে ফিরে যান ঢাকায়। যদিও সাজেক, খাগড়াছড়ি ও রাঙামাটিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোনো প্রকল্প নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজী আতিয়ুর রহমানের প্রটোকলের দায়িত্বে ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের এক কর্মকর্তা। তিনি কাজী আতিয়ুর রহমানের সঙ্গে খাগড়াছড়ি ও সাজেক যাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি স্যারের স্ত্রীর প্রটোকলের দায়িত্বে ছিলাম।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে কাজী আতিয়ুর রহমান রাঙামাটি, খাগড়াছড়ি ও সাজেক যাওয়ার কথা স্বীকার করে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাই, সারা বছর কাজ করি। কাজের ফাঁকে একটু ফুরসত পেলে ঘুরে বেড়ানো কি দোষের?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রকল্প পরিদর্শনে এসে এভাবে ঘোরা কতটা যুক্তিযুক্ত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।</span></span></span></span></span></p>