<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠের দেড় দশকের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেরা অনুসন্ধানী প্রতিবেদন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পুরস্কার পেয়েছে পত্রিকাটির অনুসন্ধান বিভাগ। বেনজীরর অপকর্ম নিয়ে প্রকাশিত সিরিজ প্রতিবেদনগুলো এ খ্যাতি অর্জন করে। একই সঙ্গে এটি ২০২৪ সালের সেরা অনুসন্ধানী প্রতিবেদন হিসেবেও স্বীকৃতি পেয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পত্রিকার ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রধান কার্যালয়ের সেমিনারকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী সম্পাদক ও অনুসন্ধান সেলের প্রধান হায়দার আলীর হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে অনুসন্ধান সেলের অন্য সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুসন্ধানী সেলের পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন বিশেষ প্রতিনিধি তাইমুর হাসান শুভ, জয়নাল আবেদীন, সিনিয়র রিপোর্টার ফরিদ আহমেদ, জাহিদুল ইসলাম সুজন, হাসিব বিন শহিদ, শাহাদাত স্বপন, মাহমুদ হোসাইন, স্টাফ রিপোর্টার খন্দকার বদরুল আলম, জাহিদুস সালাম মৃধা, অনুসন্ধান সহযোগী সামজীদ হোসেন এবং হাসিব বিল্লাহ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চরম পরাক্রমশালী পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে বলা হয়, গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী সরকারের সর্বোচ্চ প্রভাবশালী কর্মকর্তা, যিনি একই সঙ্গে ছড়ি ঘুরিয়ে গেছেন প্রশাসন ও রাজনীতিতে। ফলে তাঁকে ঘিরে জনমনে নানা প্রশ্ন আর কৌতূহলের অন্ত ছিল না। এমনকি অবসরের পরও তিনি ছিলেন সবার কাছে এক অমীমাংসিত ধাঁধা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ধাঁধার নিষ্পত্তি করে দেয় কালের কণ্ঠের একের পর এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন। দীর্ঘ অনুসন্ধান চালিয়ে বের করা হয় পুলিশের এই সাবেক শীর্ষ কর্মকর্তার অজানা অনিয়ম-দুর্নীতির তথ্য। গত বছরের মার্চ থেকে কালের কণ্ঠে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেনজীরের অপকর্ম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রকাশ হতে থাকে। এতে দেখা যায়, অবিশ্বাস্য সব অনিয়ম-অপকর্মের মাধ্যমে তিনি দেশের ইতিহাসে রাজকীয় দুর্নীতির নজির গড়েন। কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনগুলো পাঠকের দৃষ্টি এড়াতে পারেনি। ঝড় তোলে দেশে-বিদেশে। এর জের ধরে জনমনে যে উষ্মা সৃষ্টি হয়, তা পূর্বাপর আরো কয়েকটি ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সরকার পতনের মতো অবিশ্বাস্য পরিণতির দিকে এগিয়ে যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দেখা যায়, বেনজীর আহমেদ এমন একটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলাদীনের চেরাগ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হাতে পেয়ে গিয়েছিলেন, যার স্পর্শে তিনি পূরণ করে গেছেন প্রায় সব ইচ্ছা। ইচ্ছাপূরণের এই খেলায় তাঁর সঙ্গী ছিল পরিবারও। কালের কণ্ঠের অনুসন্ধানী সাংবাদিকদের তথ্যে উঠে আসে কিভাবে একজন সরকারি কর্মকর্তা তাঁর চাকরিজীবনে বৈধ আয়ের তুলনায় অনেক বেশি সম্পদের মালিক হন। এক পর্যায়ে তাঁর স্থাবর-অস্থাবর সব সম্পত্তি জব্দ ও অবরুদ্ধ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধারাবাহিক প্রতিবেদনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বনের জমিতে বেনজীরের রিসোর্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, মেয়ের বিশ্রামের জন্য সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট, পুলিশ টেলিকমে বেনজীরের ভূত, বেনজীরের তিন কালো হাত, ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখলে বেনজীরের শ্যালক, বেনজীরের স্ত্রীর সাম্রাজ্য, ২৪০ বিঘা জমির মালিক বেনজীরের স্ত্রী, মাদারীপুরেও বেনজীরের স্ত্রীর সাম্রাজ্য, ১৯ কম্পানির মালিক বেনজীর পরিবার, চাকরির শেষ ৩ বছরেই কেনেন ৪৬৬ বিঘা, বেনজীর পরিবারের ৫০ বিঘা জমি গাজীপুরেও। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠের অনুসন্ধান বিভাগের আরো বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এর মধ্যে রয়েছে  ডিআইজির স্ত্রী ৬ হাজার কোটির মালিক, বিদেশি বিনিয়োগে জাহাঙ্গীরের থাবা, এখন দেশেই তৈরি হচ্ছে আইস, আতঙ্কের নাম কিশোর গ্যাং, দাদা এমদাদের দাদাগিরি দুদকের জালে, শতকোটি বাগানবাড়ি ঘুষ নেন জিয়া, লাশের ওপর আক্রোশ জাহাঙ্গীরের, ভিএফএসে জিম্মি লাখো ভিসাপ্রার্থী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>