<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘ শরণার্থী সংস্থার একটি ভুল প্রতিবেদনের কড়া প্রতিবাদ করেছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাংলাদেশ। গতকাল সোমবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সে সময় মায়ানমার ও রোহিঙ্গা নিয়ে গত সপ্তাহে জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে বাংলাদেশের অসন্তোষ ও কড়া প্রতিবাদ জানানো হয়। প্রতিবেদনটি কিসের ভিত্তিতে করা হয়েছে, তার ব্যাখ্যাও জানতে চাওয়া হয়। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি মায়ানমারে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয় এক প্রতিবেদনে জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মায়ানমার থেকে ৭১ হাজার ৩০০ মানুষ বাস্তুচ্যুত হয়ে দেশ ছেড়েছে। কিন্তু তারা সবাই ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যে প্রবেশ করেছে। অর্থাৎ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে কেউ প্রবেশ করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে থাইল্যান্ডে যারা অবস্থান করছে, তারা অস্থায়ীভাবে সেখানে অবস্থান করছে। মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে যারা অবস্থান করছে, তারা উদ্বাস্তু এবং পরিকল্পিতভাবে বাংলাদেশে অবস্থান করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>