<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাকরিতে পুনর্বহালের দাবিতে গায়ে কাফনের কাপড় জড়িয়ে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করেন পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা। রাজধানীতে সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন তাঁরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে তাঁরা আমরণ অনশনের ঘোষণা দেন। এ ছাড়া গত ৫ ও ৬ জানুয়ারি পর পর দুই দিন সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন তাঁরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআই নিশিকান্ত বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মনে হচ্ছে, আমাদের কোনো অভিভাবক নেই। রাষ্ট্র আমাদের নাগরিক মনে করে কি না, জানি না। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুবীর নামের অব্যাহতি পাওয়া আরেক ক্যাডেট এসআই বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটা চাকরির জন্য আজ আমরা রাস্তায়। আমাদের কী দোষে এত বড় শাস্তি দিচ্ছে, জানি না। আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দাবি পূর্ণ না হওয়া অবধি আমাদের এই অনশন চলবে। আমাদের পরবর্তী কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তাঁরা গত বছরের ৪ নভেম্বর থেকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাঁদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ জারি করে একাডেমি। এর মধ্যে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p> </p>