<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের শ্রীপুরে নিজের প্রেমিকার সঙ্গে একসঙ্গে ঘুরতে দেখে পোশাক কারখানার এক তরুণ শ্রমিককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছেন প্রেমিক। গত মঙ্গলবার রাতে শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সৈকত হোসেন (১৯) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওড়াখালী গ্রামের চান মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি এলাকায় ভাড়া থেকে স্থানীয় এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানায় চাকির করতেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনায় আটক অভিযুক্ত প্রেমিক আপেল মাহমুদ আমিনুর (১৮) গতকাল বুধবার পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন। হত্যায় অভিযুক্ত আমিনুর বগুড়ার শিবগঞ্জ উপজেলার টেবাগাড়ি গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনিও ভাংনাহাটি এলাকায় ভাড়া থেকে চাকরি খুঁজছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের চাচা রেজাউল করিম বাদী হয়ে গতকাল সকালে আমিনুরকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেজাউল করিম জানান, তাঁর ভাতিজার সঙ্গে একই কারখানায় আমিনুরের প্রেমিকাও চাকরি করে। এতে তাঁর ভাতিজার সঙ্গে ওই মেয়েটির বন্ধুত্ব গড়ে উঠেছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৈকতের আরেক চাচা শাহাদাৎ হোসেন জানান, গত মঙ্গলবার রাত প্রায় পৌনে ৯টার দিকে এমএইচসি অ্যাপারেলস কারখানার সামনে ওই মেয়েটির সঙ্গে সৈকত কথা বলছিলেন। পরে তাঁরা সেখানে একসঙ্গে চাও খেয়েছিলেন। তা দেখে আমিনুর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে সৈকতকে গলা, ঘাড় ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন আমিনুর। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গেলে আমিনুর পালিয়ে যান। পরে সৈকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাঈদা ইমরোজ ইমা কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাত ১০টায় মৃত অবস্থায় সৈকতকে হাসপাতালে আনা হয়। তাঁর গলা, ঘাড়সহ শরীরে ধারালো অস্ত্রের চারটি গুরুতর জখম ছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের প্রেমিকার সঙ্গে একসঙ্গে ঘুরতে দেখে সৈকতকে হত্যা করেন বলে আমিনুর স্বীকার করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>