জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্কাসের কাজ সেনাবাহিনীকে মৌখিকভাবে হস্তান্তর করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রক্রিয়া শেষ হয়ে প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই ক্যাম্কাস পরিদর্শন করবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। গতকাল বৃহস্কতিবার মন্ত্রণালয়ে ইউজিসি ও সেনা প্রতিনিধিদের সঙ্গে সভার পর উপাচার্য সাংবাদিকদের এসব
কথা বলেন।

উপাচার্য বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্কাসের কাজ চলমান।

এ কাজটি কিভাবে সেনাবাহিনী নেবে, সে বিষয়টি তিন কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্ত করবে। সেনাবাহিনীর প্রতিনিধিরা ক্যাম্কাস পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যালোচনা করে একটি রোডম্যাপ তৈরি করবেন বলে জানান জবি উপাচার্য।

তিনি আরো বলেন, আমাদের বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণের কাজের বিষয়েও আমরা তাদের অনুরোধ করেছিলাম। তারা এ কাজটি করারও প্রাথমিক সম্মতি দিয়েছে।

তারা এই দুটি হল পরিদর্শন করবে। এটাও আমাদের জন্য অনেক বড় একটি সাফল্য।

এ সময় শিক্ষার্থীদের শাটডাউন প্রত্যাহারের আহবান জানিয়ে উপাচার্য বলেন, এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের পুরো কৃতিত্ব দিতে চাই। পাশাপাশি সরকার যেভাবে আমাদের সমস্যা সমাধানে নজর দিয়েছে, সহযোগিতা করেছে, সে ব্যাপারেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে গতকাল সোমবার মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। নারায়ণ চন্দ্র চন্দ বর্তমানে খুলনা জেলা কারাগারে রয়েছেন। ভারতে পালানোর সময় গত ৭ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিজিবির হাতে আটক তিনি।

মামলায় নারায়ণের বিরুদ্ধে এক কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একই দিনে দুদকের অন্য এক মামলায় নারায়ণের স্ত্রী ঊষা রানী চন্দকে প্রধান আসামি করা হয়। ওই মামলায়ও নারায়ণ চন্দ্র চন্দ দ্বিতীয় আসামি। ওই মামলার বাদী সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র।
ওই মামলায়ও ঊষা রানী চন্দের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকা।

মন্তব্য

ঢাবিতে চীনের উন্নয়ন বিষয়ক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
ঢাবিতে চীনের উন্নয়ন বিষয়ক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর চায়না স্টাডিজের আয়োজনে উন্নয়নের নতুন ধারণা : চীনের গ্রামীণ ও শহরায়নের সমন্বিত কৌশল প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ের সঙ্গে অবস্থিত আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. চিয়াওছুন শি। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের লিড চেয়ার ড. প্রফেসর লি সিয়াও ইয়ুন।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক অধ্যাপক শামসাদ মর্তুজা ও অধ্যাপক লিউ জোংই।

মন্তব্য
সংক্ষিপ্ত

রাখাল রাহার বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাখাল রাহার বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালত সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। এরপর ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি রেকর্ড শেষে মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২২ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সাজ্জাদ হোসেন বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারেন। গত ২৫ ফেব্রুয়ারি তিনি মতিঝিল থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

 

মন্তব্য

ছয় মাসে ১০ হাজার ৪৭৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ছয় মাসে ১০ হাজার ৪৭৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

বিগত সরকারের সময় দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্পদের মধ্যে গত ছয় মাসে দেশে থাকা ১০ হাজার ৩১০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময়ে বিদেশে থাকা ১৬৫ কোটি টাকার সম্পদও জব্দ করে সংস্থাটি।

গতকাল সোমবার নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদকের গত ছয় মাসের তথ্য বলছে, ৭৪টি আদেশে দেশে থাকা স্থাবর-অস্থাবর ১০ হাজার ৩১০ কোটি টাকা এবং বিদেশে থাকা ১৬৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

তবে বিদেশে থাকা সম্পদ জব্দ কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ