ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষেক হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সেনানিবাসের দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক মর্যাদায় তাঁর অভিষেক হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর সেনাবাহিনী প্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়।