ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

প্রাইম ব্যাংকের কোচ-অধিনায়ক-ম্যানেজারকে ৫০ হাজার টাকা করে জরিমানা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
প্রাইম ব্যাংকের কোচ-অধিনায়ক-ম্যানেজারকে ৫০ হাজার টাকা করে জরিমানা
সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই বিতর্ক। বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে রান আউট বিতর্কের জেরে কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে শাস্তি দেওয়া হয়েছে।

রূপগঞ্জের ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে ২৩ রানের মাথায় ফাহাদ হোসেনের বলে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান প্রাইম ব্যাংক অধিনায়ক শুক্কুর। তবে দ্রুত থ্রোয়ে রান আউটের ফাঁদে পড়েন তিনি।

আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন শুক্কুর। পরে দলের প্রধান কোচ তালহা জুবায়েরও মাঠে প্রবেশ করেন এবং ম্যাচ রেফারির সঙ্গে দীর্ঘ আলোচনায় জড়ান। ফলে কিছুক্ষণ খেলা বন্ধও থাকে। তবে আম্পায়ারের অনড় সিদ্ধান্তের মুখে শেষ পর্যন্ত ডাগ আউটে ফিরে যেতে হয় শুক্কুরকে।

অশোভন আচরণের জন্য প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যানেজার দেব চৌধুরীও সমান অঙ্কের জরিমানা গুনেছেন।

শুধু জরিমানাই নয়, শুক্কুরকে দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। এর আগে তার নামের পাশে ছিল ১টি ডিমেরিট পয়েন্ট।

ফলে মোট ৪ পয়েন্ট হওয়ায় পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।

শুক্কুরের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব কে দেবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের জানিয়েছেন, অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন জাকির হাসান ও নাঈম শেখ। তাদের মধ্যেই একজন আগামী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

কটাক্ষ সহ্য করতে না পেরে দর্শকদের মারতে গেলেন খুশদিল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
কটাক্ষ সহ্য করতে না পেরে দর্শকদের মারতে গেলেন খুশদিল
ছবি : এএফপি

নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের সফরটা দুঃস্বপ্নের মতো কেটেছে। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এ হারের পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। পাকিস্তানের এমন চরম হতাশাজনক পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মেজাজ চড়া ছিল পাকিস্তানি ক্রিকেটারদের। এর মধ্যে ঘটল আরেক বিতর্কিত ঘটনা।

শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে হারের পর কিছু দর্শকদের ওপর চড়াও হন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। তবে খুশদিলের আক্রমণাত্মক প্রতিক্রিয়ার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্যুরের পুরো সময় ধরে দলটির খারাপ পারফরম্যান্স নিয়ে খুশদিলকে বারবার উত্ত্যক্ত করা হচ্ছিল। পাকিস্তান দলকে উদ্দেশ করে কটাক্ষ করেন গ্যালারিতে থাকা কিছু দর্শক।

সেটা মেনে নিতে পারেননি খুশদিল। এই ম্যাচে পাকিস্তানের একাদশে না থাকা ৩০ বছর বয়সী ক্রিকেটার তেড়ে যান তাদের দিকে। পরিস্থিতি বাড়ার আগেই সতীর্থ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত এসে তাকে সেখানে থেকে সরিয়ে নিয়ে যান।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শকদের সঙ্গে খুশদিলের বিরোধের কিছু ছবি।

প্রত্যক্ষদর্শীদের মতে, পাকিস্তান দল যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক কথা বলতে শুরু করেন কয়েকজন দর্শক। সেসব মন্তব্যে ছিল ব্যক্তিগত আক্রমণেরও উপস্থিতি। সে সময় আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন খুশদিল।

এ ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে দর্শকের আচরণের নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়দের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করছিলেন এবং খুশদিল ওই সময় পাকিস্তানবিরোধী স্লোগান শুনে তার প্রতিক্রিয়া জানান।

‘পাকিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট বিদেশি দর্শকদের দ্বারা জাতীয় দলের খেলোয়াড়দের প্রতি করা অশ্লীল ভাষার তীব্র নিন্দা জানায়। পাকিস্তানবিরোধী স্লোগান শোনার পর, খুশদিল ঘটনাস্থলে গিয়ে দর্শকদের থামানোর চেষ্টা করেন। তবে কিছু আফগান দর্শক পাখতু ভাষায় আরো অশ্লীল মন্তব্য করে পরিস্থিতি আরো উত্তেজিত করে। পাকিস্তান দলের অভিযোগের পর, স্টেডিয়াম কর্তৃপক্ষ পরিস্থিতিতে হস্তক্ষেপ করে এবং দুই দর্শককে মাঠ থেকে বের করে দেয়।’

মন্তব্য

পেসাররা অধিনায়কত্ব করতে পারবেন না, কথাটা একদম ঠিক নয় : সুজন

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পেসাররা অধিনায়কত্ব করতে পারবেন না, কথাটা একদম ঠিক নয় : সুজন
খালেদ মাহমুদ সুজন। ছবি : ভিডিও থেকে নেওয়া

গেল ডিসেম্বরে নাজমুল হোসেন শান্তর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নতুন অধিনায়ক নির্বাচন প্রক্রিয়া শুরু করেনি। তবে বর্তমান আলোচনায় রয়েছেন লিটন-তাসকিনসহ বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার। তাদের মধ্যে তাসকিন অন্যতম সম্ভাব্য অধিনায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন।

অভিজ্ঞ পেসার তাসকিনের অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তার নেতৃত্বে ভরসা রাখছেন।

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানে তাসকিন ইস্যুতে তিনি বলছিলেন, ‘ওয়াসিম আকরাম, ইমরান খান, ইয়ান বোথাম তাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। তারা যদিও অলরাউন্ডার ছিলেন, এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না, এই কথাটা একদম ঠিক নয়।

সুজন আরো বলেন, ‘যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবে, সে চালিয়ে নেবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কি না, এটা গুরুত্বপূর্ণ।

নেতৃত্বের সম্ভাব্য তালিকায় লিটন দাসও আছেন। জন লিটন সম্পর্কে মন্তব্য করেন, ‘বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নেবে কি নেবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।

মন্তব্য

শেষ হচ্ছে মুলারের ২৫ বছরের বায়ার্ন অধ্যায়

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
শেষ হচ্ছে মুলারের ২৫ বছরের বায়ার্ন অধ্যায়
থমাস মুলার।

মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন জার্মান ফরোয়ার্ড থমাস মুলার। বায়ার্নে তার মৌসুম শেষ করবেন ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 

২০০০ সালে বায়ার্ন মিউনিখের একাডেমিতে যোগ দেওয়ার মাধ্যমে ক্লাবটির সঙ্গে সম্পর্ক শুরু মুলারের।

ক্লাবটির ইতিহাসে সর্বকালের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডধারী (৭৪৩ ম্যাচ) খেলোয়াড় মুলার এবার ক্লাবটির সঙ্গে ২৫ বছরের সম্পর্কের ইতি টানবেন।  

এক পোস্টে মুলার জানিয়েছেন, ‘ক্লাবটি পরবর্তী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন চুক্তি করার বিষয়ে আলোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে।’

‘এটি আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে মেলে না, তবে এটা গুরুত্বপূর্ণ যে ক্লাবটি তার বিশ্বাস অনুসরণ করে। আমি এই পদক্ষেপকে সম্মান করি।

২০০৮ সালে বায়ার্ন মিউনিখের সিনিয়র দলের হয়ে অভিষেক হয় ৩৫ বছর বয়সী মুলারের। ক্লাবটির হয়ে টানা ১১সহ  ১২টি বুন্দেসলিগা শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি ডিএফবি-পোকাল শিরোপাও জিতেছেন তার ১৭ বছরের বায়ার্ন ক্যারিয়ারে।

মুলার বায়ার্নের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

গার্ড মুলার (৫৬৫) এবং রবার্ট লেভানডোভস্কি (৩৪৪)-এর পরে তার গোল সংখ্যা ২৪৭টি।

মন্তব্য

আউট না হলেও তিলককে তুলে নেওয়ার ব্যাখ্যায় যা বললেন কোচ-অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আউট না হলেও তিলককে তুলে নেওয়ার ব্যাখ্যায় যা বললেন কোচ-অধিনায়ক
তিলক ভার্মা।

মুম্বাইয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষ বল বাকি। তিলক ভার্মাকে তুলে নেয় মুম্বাই। পঞ্চম বলে আউট বা চোট না পেলেও মাঠ ছাড়েন তিলক। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানের এমন বিদায় বেশ আলোচনার জন্ম দেয়।

 

পরে জানা যায় আসলে চাহিদা মেটানো ঝড় ব্যাটিং করতে না পারাতে তিলককে উঠিয়ে নেয় মুম্বাই। তিলক যখন ক্রিজ ছেড়ে গেলেন জয়ের জন্য দরকার ৭ বলে ২৪ রান। ম্যাচ জিততে হলে দরকার বড় শট, কিন্তু কোনভাবেই তা পারছিলেন না তিলক। যদিও তাকে উঠিয়ে নিয়ে মিচেল স্যান্টনারকে নামিয়েও লাভ হয়নি।

২০৪ রান তাড়ায় ১২ রানে হারে মুম্বাই।

ম্যাচের পর তিলককে তুলে নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করলেন মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাখঢাক না রেখেই কোচ মাহেলা জয়াবর্ধনে তিলককে তুলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন,  ‘সে ডানা মেলতে চাইছিল, কিন্তু পারছিল না। শেষ কয়েক ওভার পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এই আশায় যে, সে ছন্দ ফিরে পাবে, কারণ সে কিছুটা সময় ক্রিজে কাটিয়েছে, তার উচিত ছিল চাপটা সরিয়ে ফেলা।

কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয়েছে, তরতাজা কাউক প্রয়োজন, সে (তিলাক) ধুঁকছিল।’

ম্যাচের পর অধিনায়ক পান্ডিয়ার ব্যাখ্যাতেও ফুটে উঠল তা। ‘এটা আসলে প্রয়োজনীয় হয়ে গিয়েছিলো। আমাদের দরকার ছিলো বড় শট, কিন্তু সে (তিলক) পারছিল না। ক্রিকেটে এমন দিন আসে কেউ চেষ্টা করেও পারে না।

যখন আমরা দেখলাম সে ধুঁকছে তখন এটি (তাকে তুলে নেওয়া) করেছি।’

চোট ছাড়া কোন ব্যাটারের ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা এটাই আইপিএলে প্রথম নয়। এর আগে তিনজনের বেলায় ঘটেছে এমন ঘটনা। আইপিএলের ১৮ আসর মিলিয়ে এমন আউট হওয়া চতুর্থ ব্যাটসম্যান তিলক।

মন্তব্য

সর্বশেষ সংবাদ