ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর প্রতিনিধি
শেয়ার
জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
ছবি ভিডিও থেকে নেওয়া

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অপর একজন বোমার আঘাতে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘক্ষণ এই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদ্দুস বেপারী এবং বিলাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল মাদবরের মধ্যে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এলাকায় অন্তত ৫০টিরও বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

আরো পড়ুন
কুমিল্লায় বন্ধুকে কুপিয়ে হত্যা, পিতা-পুত্রসহ গ্রেপ্তার ৪

কুমিল্লায় বন্ধুকে কুপিয়ে হত্যা, পিতা-পুত্রসহ গ্রেপ্তার ৪

 

গত বছর ৫ আগস্টের পর পুলিশ চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও যুবলীগ নেতা জলিল মাদবরকে জেল হাজতে পাঠায়। এতে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছিল। পরে কুদ্দুস বেপারী জেলখানা থেকে ছাড়া পান এবং জলিল মাদবর এখনো জেলখানায় রয়েছে। ওই সংঘর্ষেরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে কথা কাটাকাটির জেরে কাজিয়ারচর এলাকায় উত্তেজনা চরমে পৌঁছালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ককটেল ব্যবহার করে চলে হামলা-পাল্টা হামলা।

এ সময় সংঘর্ষস্থলে শতাধিক হাত বোমা বিস্ফোরণের শব্দে এলাকা প্রকম্পিত হয়। বোমার বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি। তবে এবারের সংঘর্ষে সরাসরি অংশ নেয় কুদ্দুস বেপারীর সমর্থক মৎস্যজীবী লীগ নেতা সালাউদ্দিন মাস্টার ও জলিল মাদবর গ্রুপ। 

সংঘর্ষের সময়ের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিরা হেলমেট পরে বালতি থেকে ককটেল বের করে নিক্ষেপ করছে এবং বিস্ফোরণের ফলে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। 

সংঘর্ষে আহতরা হলেন, মারুফ (২৫), জোৎস্না (২৫), ফাতেমা বেগম (৫৫), বিনা (৪৫), হাসান মুন্সী (৫০), সজিব (২২), নাইম (১৯), সাকিব (১৯), কামাল (১৯), বিজয় (১৯), রেজাউল বেপারী (১৯), শহরআলী (৫০), রিফাত (১৯), আবু আলেম (৪২) ও শুভ বেপারী (১৯)। গুরুতর অবস্থায় মারুফ ও হাসান মুন্সীকে ঢাকায় পাঠানো হয়েছে। শহরআলী মাদবর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

স্থানীয় বাসিন্দা মিলন জমাদ্দার বলেন, দীর্ঘদিনের এই বিরোধ বারবার সংঘর্ষে রূপ নিচ্ছে। এতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে কুদ্দুস বেপারী ও মৎস্যজীবী লীগ নেতা সালাউদ্দিন মাস্টারকে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল আকন্দ কালের কণ্ঠকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
শেয়ার
কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এসএসসি, দাখিল (সমমান) পরীক্ষায় প্রথম দিনে ৩ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার ২ হাজার ৮২৭ জনের মধ্যে ২১ জন, দাখিল পরীক্ষার ৫৬৬ জনের মধ্যে ২২ জন ও ভোকেশনাল পরীক্ষার ৫৫২ জনের মধ্যে ২৬ জন অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ।

জানা যায়, প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তাছাড়া উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। নানা কারণে প্রথম দিনের পরীক্ষায় মোট ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মন্তব্য

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু
সংগৃহীত ছবি

নাটোরের বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। তিনি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি লাভের পর ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় বসেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে সেবার বহিষ্কারর হন। এরপর বন্ধ হয়ে যায় তার পড়ালেখা।

 

অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ইউপি সদস্য দুলু। এরপর স্থানীয় নির্বাচনে জয়ী হওয়ায় আবারও পড়ালেখা করার মনোবল ফিরে পান। অবশেষে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি।

আরো পড়ুন
ভারতীয় ষড়যন্ত্রে আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রায় রূপান্তর : হেফাজতে ইসলাম

ভারতীয় ষড়যন্ত্রে আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রায় রূপান্তর : হেফাজতে ইসলাম

 

দুলু জানান, তার পরিবারের সবাই শিক্ষিত।

শুধু তিনিই কম শিক্ষিত হওয়ায় প্রতিনিয়তই মনকষ্টে ভুগছিলেন। ২০২১ সালে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর করমদোশী ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ার পর তিনি নতুন করে লেখাপড়া করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি পার্শ্ববর্তী রাজশাহী জেলার চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখি দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে ভর্তি হন। এবার তিনি এসএসসি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন।

তিনি আরো জানান, ছোটবেলা থেকেই তিনি ভালো ছাত্র ছিলেন। ১৯৮৫ সালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জামনগর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি লাভ করেন। ১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন তাকে বহিষ্কার করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার স্বপ্ন ভেঙে গেলেও নতুন করে স্বপ্ন দেখে তার বাস্তবে রূপ দিতেই অংশ নিয়েছেন এবারের পরীক্ষায়।

দুলু তার জন্য সকলের কাছে দেয়াও চেয়েছেন।

আরো পড়ুন
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

 

জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী দুলুর পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এই বয়সে চক্ষু লজ্জা উপেক্ষা করে দুলু যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেজন্য তাকে সাধুবাদ জানাই। আসলে পড়ালেখার কোনো বয়স নাই তারই উৎকৃষ্ট উদাহরণ দুলু।

মন্তব্য
লক্ষ্মীপুর

বিএনপিকর্মী নিহতের ঘটনায় মামলা : ১৫ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার

    ১৭৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বিএনপিকর্মী নিহতের ঘটনায় মামলা : ১৫ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার
ছবি : কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বিএনপিকর্মী সাইজ উদ্দিন দেওয়ান নিহতসহ হামলার ঘটনায় ১৭৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় বিএনপির ১৫ নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে উপজেলা কৃষক দলের সদস্যসচিব জি এম শামীমকে বহিষ্কারের জন্য জেলা কমিটি কাছে সুপারিশ করেছে উপজেলা বিএনপি। রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়রের জামিন নামঞ্জুর

গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়রের জামিন নামঞ্জুর

 

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপিকর্মী মেহেদী কবিরাজ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদ উল্যা গাজী, ইউনিয়ন বিএনপি নেতা ফারুক সর্দার ওরফে ফারুক কবিরাজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সফিক রাঢ়ী, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্মী ফারুক গাজী ও রায়হান, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্মী আল আমিন কবিরাজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহমেদ তারেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর আলী হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলকর্মী শরিফ বাগ, শাহজাহান মাঝি ও ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব শাহ আলী। এর আগে ২০ ডিসেম্বর প্রথম সংঘর্ষের জের ধরে ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের সব কমিটি বিলুপ্ত করা হয়।

 

পুলিশ জানায়, বুধবার (৯ এপ্রিল) রাতে নিহত স্পেনপ্রবাসী সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়। 

আরো পড়ুন
বিএনপি কার্যালয় ভাঙচুর, ৮ আ. লীগ নেতার জামিন নামঞ্জুর

বিএনপি কার্যালয় ভাঙচুর, ৮ আ. লীগ নেতার জামিন নামঞ্জুর

 

বিএনপি নেতা নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদলসহ সব সহযোগী সংগঠনের যৌথ সভায় সংঘর্ষে জড়িতদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে জড়িত সব নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

’ 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘হত্যাসহ হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষক দলের সদস্যসচিব জি এম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।

এর জের ধরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করা হয়।

আরো পড়ুন
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

 

গত ৭ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে বেড়ি ও বাবুরহাট এলাকায় কৃষক দল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করেন।

এর জের ধরে গত মঙ্গলবার (৮ এপ্রিল) ফের হামলা চালিয়ে শামীম গাজীর অনুসারীরা ফারুক কবিরাজের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ করেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, হামলা-ভাঙচুর, হত্যা, অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা এখনো বিরাজ করছে।

মন্তব্য

গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়রের জামিন নামঞ্জুর

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়রের জামিন নামঞ্জুর
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে পৃথক দুটি হামলা মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডলের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ওই মামলায় মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চাইলে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় শিক্ষার্থী  শাহীন ফকির রাজবাড়ী সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় নজরুল ইসলাম মন্ডল ৪ নম্বর আসামি ছিলেন।

এদিকে, গোয়ালন্দ থানায় বৈষম্যবিরোধী আদোলনে হামলা মামলায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে নজরুল ইসলামকে ২ নম্বর আসামি করে ৫৮ জনের নামে আরেকটি মামলা করেন। আসামি নজরুল ইসলামকে এই পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায় আদালত।

মন্তব্য

সর্বশেষ সংবাদ