মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে সাত লাখ ৪১ হাজার ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হাইকোর্ট। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এক রায়ে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি প্রবন্ধ লিখেছিলেন, যেটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে, অর্থাৎ প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেবার ট্রাম্প শপথ নিয়েছিলেন, সে সময়। ওই প্রবন্ধে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ২০১৬ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প।