কটাক্ষ সহ্য করতে না পেরে দর্শকদের মারতে গেলেন খুশদিল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
কটাক্ষ সহ্য করতে না পেরে দর্শকদের মারতে গেলেন খুশদিল
ছবি : এএফপি

নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের সফরটা দুঃস্বপ্নের মতো কেটেছে। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এ হারের পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। পাকিস্তানের এমন চরম হতাশাজনক পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মেজাজ চড়া ছিল পাকিস্তানি ক্রিকেটারদের। এর মধ্যে ঘটল আরেক বিতর্কিত ঘটনা।

শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে হারের পর কিছু দর্শকদের ওপর চড়াও হন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। তবে খুশদিলের আক্রমণাত্মক প্রতিক্রিয়ার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্যুরের পুরো সময় ধরে দলটির খারাপ পারফরম্যান্স নিয়ে খুশদিলকে বারবার উত্ত্যক্ত করা হচ্ছিল। পাকিস্তান দলকে উদ্দেশ করে কটাক্ষ করেন গ্যালারিতে থাকা কিছু দর্শক।

সেটা মেনে নিতে পারেননি খুশদিল। এই ম্যাচে পাকিস্তানের একাদশে না থাকা ৩০ বছর বয়সী ক্রিকেটার তেড়ে যান তাদের দিকে। পরিস্থিতি বাড়ার আগেই সতীর্থ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত এসে তাকে সেখানে থেকে সরিয়ে নিয়ে যান।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শকদের সঙ্গে খুশদিলের বিরোধের কিছু ছবি।

প্রত্যক্ষদর্শীদের মতে, পাকিস্তান দল যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক কথা বলতে শুরু করেন কয়েকজন দর্শক। সেসব মন্তব্যে ছিল ব্যক্তিগত আক্রমণেরও উপস্থিতি। সে সময় আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন খুশদিল।

এ ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে দর্শকের আচরণের নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়দের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করছিলেন এবং খুশদিল ওই সময় পাকিস্তানবিরোধী স্লোগান শুনে তার প্রতিক্রিয়া জানান।

‘পাকিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট বিদেশি দর্শকদের দ্বারা জাতীয় দলের খেলোয়াড়দের প্রতি করা অশ্লীল ভাষার তীব্র নিন্দা জানায়। পাকিস্তানবিরোধী স্লোগান শোনার পর, খুশদিল ঘটনাস্থলে গিয়ে দর্শকদের থামানোর চেষ্টা করেন। তবে কিছু আফগান দর্শক পাখতু ভাষায় আরো অশ্লীল মন্তব্য করে পরিস্থিতি আরো উত্তেজিত করে। পাকিস্তান দলের অভিযোগের পর, স্টেডিয়াম কর্তৃপক্ষ পরিস্থিতিতে হস্তক্ষেপ করে এবং দুই দর্শককে মাঠ থেকে বের করে দেয়।’

মন্তব্য

সম্পর্কিত খবর

৫ রানের রোমাঞ্চকর জয় গুলশানের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৫ রানের রোমাঞ্চকর জয় গুলশানের
শাইনপুকুরকে ৫ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

মিরপুরে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর দশম রাউন্ডের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৭৮ রানের স্বল্প স্কোর ডিফেন্ড করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ রানে হারিয়েছে।

আগে ব্যাটিংয়ে নেমে ৪১ ওভারে ১৭৮ রানে অল আউট হয় গুলশান। দলের পক্ষে সাকিব শাহরিয়ার ৩৮ রান ও জাওয়াদ আবরার ৩৭ রান করে সর্বোচ্চ অবদান রাখেন। শাইনপুকুরের পক্ষে নিওন জামান ৩ উইকেট ও মোহাম্মদ রহিম আহমেদ ২ উইকেট শিকার করেন।

জবাবে শাইনপুকুর জয়ের সহজ সুযোগ হাতছাড়া করে ৪৩ ওভারে ১৭৩ রানে অল আউট হয়। শাহরিয়ার সাকিব ৪০ রান করেন। শরিফুল ইসলাম ২২ রানে অপরাজিত থাকলেও দল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। 

গুলশানের পক্ষে নিহাদ উজ জামান ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৩টি করে উইকেট নেন।

মন্তব্য

অনুশীলনের পর ম্যাচ বর্জনের হুমকি পারটেক্সের ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অনুশীলনের পর ম্যাচ বর্জনের হুমকি পারটেক্সের ক্রিকেটারদের
ছবি : মীর ফরিদ

প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকের অর্থ বুঝে না পাওয়ায় আজ সকালে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বসুন্ধরা ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ খেলা ছিল না দলটির। মিরপুরে অনুশীলনের কথা থাকলেও তাতে অংশ নেননি খেলোয়াড়রা। এবার বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচও বর্জনের হুমকি দিয়েছেন তারা।

অনুশীলন বর্জন করে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজামউদ্দিন চৌধুরী ও সিসিডিএম বরাবর লিখিত অভিযোগ জমা দেন দলটির খেলোয়াড়রা। 

আরো পড়ুন
পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট পারটেক্সের ক্রিকেটারদের

পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট পারটেক্সের ক্রিকেটারদের

 

পরে গণমাধ্যমের সামনে এসে দলটির ক্রিকেটার মুক্তার বলেন তারা বৃহস্পতিবারের ম্যাচ বর্জন করতে চলেছেন,  ‘এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা সময় ধরে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেক রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি ক্লাবের সঙ্গে, কোচের সঙ্গে। তারা আমাদের সহযোগিতা করছে না।

এজন্য আমরা আজ অনুশীলন বয়কট করেছি, আমরা কাল ম্যাচও খেলব না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে। পারিশ্রমিক এবার আমাদের খুবই অল্প ধরা হয়েছে। সেটাও আমরা পাচ্ছি না। এজন্য আমরা ঠিক করেছি কাল আমরা ম্যাচ খেলব না।

‘সত্যি কথা বলতে এই দলের পারিশ্রমিক খুবই কম। খেলার জন্য খেলছি। একজনের এক লাখ, কারো দশ হাজার খুবই কম। ৪/৫ জনের পঞ্চাশ ভাগের মতন ক্লিয়ার হয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।

এবার প্রিমিয়ার লিগে সবগুলো ক্লাবই খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক বেশ কমিয়ে ধরে। গত বছরের তুলনায় অর্ধেকেরও কম পারশ্রমিকে খেলছেন বেশিরভাগ ক্রিকেটার। পারটেক্সের মতন ছোট দলের খেলোয়াড়দের পারিশ্রমিক নামমাত্র। সেটাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ।   

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন ৬০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। বাকিটাও দেয়া হবে।

ডিপিএলের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পারটেক্স। ১২ দলের টুর্নামেন্টে ৯ রাউন্ড শেষে মাত্র ২ জয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে। অর্থাৎ এখনো রেলিগেশনের শঙ্কা কাটাতে পারেনি দলটি। এর মধ্যে পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ বর্জনের হুমকি দিল পারটেক্সের খেলোয়াড়রা।

মন্তব্য

আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাক্সওয়েলের জরিমানা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাক্সওয়েলের জরিমানা
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : বিসিসিআই

আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় পাঞ্জাব কিংসের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। গত রাতে পাঞ্জার বনাম চেন্নাই ম্যাচের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি ঘটে।

আইপিএল কর্তৃপক্ষ ম্যাক্সওয়েলের অপরাধের সঠিক বিবরণ প্রকাশ না করলেও এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাক্সওয়েল ম্যাচ চলাকালীন ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহারসংক্রান্ত আর্টিকল ২.২-এর অধীনে লেভেল-১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাঞ্জাব কিংসের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে দুই বল খেলে অশ্বিনের বলে কট অ্যান্ড বোল্ড হন ম্যাক্সওয়েল। প্রিয়াংশ আর্যর ৪২ বলে ১০৩ রান এবং শশাঙ্ক সিং (৩৫ বলে ৫২*) ও মার্কো ইয়ানসেনের (১৯ বলে ৩৪*) ভর করে পাঞ্জাব কিংস ৬ উইকেটে ২১৯ রান তুলে ১৮ রানে জয় পায়। 

চলতি আইপিএলে পাঞ্জাব কিংস চার ম্যাচে তিনটিতে জয় পেলেও ফর্মে নেই ম্যাক্সওয়েল। 

পাঞ্জাবের পরবর্তী ম্যাচ শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।

মন্তব্য

ফ্রি-কিক জাদুতে মাতিয়ে রাইস বললেন, ‘এটা এখনও অবিশ্বাস্য!’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফ্রি-কিক জাদুতে মাতিয়ে রাইস বললেন, ‘এটা এখনও অবিশ্বাস্য!’
ডেকলান রাইস। ছবি : এএফপি

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লেখা হলো ইউরোপীয় ফুটবলের নতুন ইতিহাস। ডেকলান রাইসের জোড়া গোল আর মিকেল মেরিনোর গোলে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ফ্রি-কিক থেকে জোড়া গোল করে এ ম্যাচে দারুণ এক রেকর্ডের ভাগিদার হলেন রাইস। 

পেশাদার ক্যারিয়ারের ৩৩৮ ম্যাচে এর আগে ১২ বার ফ্রি-কিক নেওয়ার সুযোগ পেয়েছিলেন ডেকলান রাইস।

কিন্তু কখনো জালের দেখা না পাওয়া রাইস ৩৩৯তম ম্যাচে এসে একসাথে করে ফেললেন দুইটি। আর তাতেই বনে গেলেন চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে এক ম্যাচে দুই ফ্রি-কিক গোল করা প্রথম খেলোয়াড়। 

ম্যাচের ৫৮ মিনিটে প্রায় ৩০ গজ দূরে ফ্রি–কিক পায় আর্সেনাল। রাইস কোনাকুনি এসে ডান পায়ের শটটি যখন নিলেন, বাঁকানো শটে বল জড়িয়ে যায় জালে।

যেন কিছুই করার নেই রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার। 

রাইসের দ্বিতীয় গোলটি ছিল আরো চমৎকার—২৫ গজ দূর থেকে নেওয়া ফি-কিকটি উপরের কোণে জালের খাঁজে বল ঢুকতেই আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং কোচ মিকেল আর্তেতা অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েন। স্ট্যান্ডে বসে থাকা রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের লেজেন্ড রবার্তো কার্লোসও মুখ ভার করে তাকিয়ে ছিলেন।

ম্যাচ শেষে রাইস আমাজন প্রাইমকে বলেছেন, ‘আমি জানি না এই ঘোর কাটবে কি না।

ফ্রি–কিক থেকে প্রথম গোল করা ম্যাচটি এমনিতেই বিশেষ কিছু। দ্বিতীয়টি যখন পেলাম...আত্মবিশ্বাস ছিল। সত্যি বলতে, আমি ভাষাহীন। এটা ঐতিহাসিক রাত।’

রাইস  প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ নকআউটে এক ম্যাচে দুটি ফ্রি-কিক থেকে গোল করেন।

এর আগে রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, হাকিম জিয়েশরা করলেও সেসব নকআউট ম্যাচ ছিল না।

মন্তব্য

সর্বশেষ সংবাদ