সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ের রোপওয়ের বাংকার এলাকা থেকে পাথর চুরির ঘটনায় রেল নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন ও সিপাহি মো. আব্দুল হাই। তাঁরা রোপওয়ের বাংকার এলাকায় কর্মরত ছিলেন।