আদালত চত্বরে বিক্ষোভ ও ঘেরাওয়ের মতো কর্মসূচিকে স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে দেশের সব আদালতের বিচারকদের নিরাপত্তায় কোর্ট সিকিউরিটি ফোর্স (সিএসএফ) গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে এই পৃথক সিএসএফ গঠনের দাবি জানিয়েছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠনটি।
গতকাল বুধবার অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিচার বিভাগের সংস্কার যখন চলমান ঠিক সেই মুহূর্তে আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ করেছি, যা একটি স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ।
গত ২৬ জানুয়ারি বিক্ষুব্ধ জনতা পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের চারজন বিচারকের অপসারণ দাবি করে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে এবং বিচারকদের আবদ্ধ করে তাঁদের মধ্যে জীবননাশের ভীতি সৃষ্টি করে। এক পর্যায়ে তারা আদালতের মূল ফটকে তালা লাগিয়ে আদালতের কর্মচারীদের মারধর এবং আদালত ভবনের জানালা-দরজা ভাঙচুর করে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এর আগে মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, বরগুনা (পাথরঘাটা), কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় আদালতের আইনানুগ আদেশকে কেন্দ্র করে বেআইনিভাবে সভা, সমাবেশ, মিছিল ও আদালত ঘেরাওয়ের মতো কর্মসূচি আমরা লক্ষ করেছি। এতে বিচার বিভাগের মর্যাদা যেমন ক্ষুণ্ন হচ্ছে তেমনি আদালতে বিচারকাজ পরিচালনার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
’
এসব আপত্তিকর ঘটনা বর্তমান সরকার এবং পুরো বিচার বিভাগের জন্য বিব্রতকর বলে অ্যাসোসিয়েশন মনে করে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন হলেও আদালতের ওপর এসব অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ দূর করতে না পারলে মাঠ পর্যায়ে বিচারকদের স্বাধীন কাজ করার পরিবেশ বিঘ্নিত হবে। এমন ঘটনার বিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পুরো বিচার বিভাগের ওপর পড়বে বলে অ্যাসোসিয়েশন মনে করে।