ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬
বদিউল আলম মজুমদার

নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান

নির্বাচন কমিশন স্বাধীন নয়, বরং নির্বাহী বিভাগের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন হওয়ার কথা, কিন্তু আমার কাছে মনে হয়, এটি নির্বাহী বিভাগের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। গণতান্ত্রিক পুনর্গঠন করতে হলে নিয়োগ পদ্ধতি বদলাতে হবে, আইন-কানুন পরিবর্তন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ : সাংবিধানিক প্রতিষ্ঠান প্রসঙ্গ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সভাটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বদিউল আলম মজুমদার বলেন, আমরা সংসদে ১০০টি আসন সংরক্ষিত নারীদের জন্য বরাদ্দ করার প্রস্তাব দিয়েছি, যেন নারীরা বৈষম্যের শিকার না হয়। নারীরা যদি রাজনীতিতে সক্রিয় থাকে তাহলে বৈষম্য কমে আসবে। সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তা ত্রুটিপূর্ণ।
এ জন্যই নিয়ম-কানুন ও সংস্কার দরকার এবং নতুন আইনের খসড়া দরকার। তিনি বলেন, যারা অন্যায় করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে পারবে। নির্বাচনসংক্রান্ত সংস্কারের সুপারিশগুলো যত দ্রুত অধ্যাদেশ আকারে জারি করে কার্যক্রম শুরু করা যায় তত দ্রুত নির্বাচন হবে।
  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক পুনর্গঠন বা সামগ্রিক পুনর্গঠনের ক্ষমতা যদি আমরা অন্তর্বর্তী সরকারকে দিয়ে থাকি, সে ওই ক্ষমতাকে প্রপারলি চর্চা করতে পারছে কি না সে ব্যাপারে কি স্টেকহোল্ডারদের মধ্যে কন্সেন্সাস আছে? এই বিষয়গুলো পরিষ্কার না হলে কিন্তু অনেক আলোচনা পণ্ড হয়ে যেতে পারে।

মন্তব্য

সম্পর্কিত খবর

যশোরে আগুনে পুড়ল ৪৫ হাজার মুরগি

যশোর ব্যুরো
যশোর ব্যুরো
শেয়ার
যশোরে আগুনে পুড়ল ৪৫ হাজার মুরগি

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফার্ম কর্তৃপক্ষের দাবি, প্রায় ৪৪ হাজার মুরগি আগুনে পুড়ে মারা গেছে। ক্ষতি হয়েছে ১০ থেকে ১৫ কোটি টাকার। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ফার্মটির একটি শেডে এই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মফিজ উদ্দিন জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মণিরামপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ফার্মটির একটি সম্পূর্ণ শেড পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় ৪৪ হাজার মুরগি আগুনে পুড়ে মারা গেছে। এ ছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রসেসিংয়ের স্বয়ংক্রিয় মেশিন নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, তাঁরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, খবর পেয়ে যশোরের তিনটি এবং মণিরামপুরের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফলে একটি শেড পুড়ে গেলেও বাকিগুলো অক্ষত রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

পার্লামেন্ট না থাকলেও জবাবদিহির কাজ করছে গণমাধ্যম : পিপি ফারুকী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পার্লামেন্ট না থাকলেও জবাবদিহির কাজ করছে গণমাধ্যম : পিপি ফারুকী

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেছেন, পার্লামেন্ট না থাকলেও বর্তমানে জবাবদিহির কাজ করছে গণমাধ্যম। গতকাল শুক্রবার ঢাকার কেরানীগঞ্জে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ঈদ পুনর্মিলনী ও ফ্যামিডি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

পিপি ফারুকী বলেন, ওয়ান ইলেভেনের সময় থেকেই আমি সাংবাদিকদের প্রেমে পড়ি। তাঁরা  দুর্দিনে আমাদের কথাগুলো তুলে ধরতেন।

আওয়ামী লীগের সময় আমাদের ওপর হামলার ঘটনাও সাংবাদিকরা তুলে ধরেছেন। সরকার পতনের পর কোর্ট অঙ্গনের পরিবেশ অস্থিতিশীল ছিল। তখন পরিবেশ স্থিতিশীল করতে কাজ করেছি। সাংবাদিকদের কর্ম পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সারা দিন কোর্টে কষ্ট করেন। বর্তমান সময়ে সাংবাদিকদের সম্মান করতে আইনজীবীরা শিখে গেছেন। যেহেতু পার্লামেন্ট নেই, সাংবাদিকরাই অর্থাৎ গণমাধ্যমই বর্তমানে পার্লামেন্ট সদস্যদের মতো জবাবদিহির কাজ করছেন। আমি যত দিন আছি, কোর্ট অঙ্গনে সাংবাদিকদের সম্মান বজায় থাকবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ। অনুষ্ঠানে সিআরইউ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও রাইজিং বিডির নিজস্ব প্রতিবেদক মামুন খান।

মন্তব্য

‘শ্রমিক ইউনিয়ন নির্মূলের কাজে সহযোগিতা করছে প্রশাসন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘শ্রমিক ইউনিয়ন নির্মূলের কাজে সহযোগিতা করছে প্রশাসন’

রবিনটেক্স গার্মেন্টস কর্তৃপক্ষের শ্রমিক ইউনিয়ন নির্মূলের ইচ্ছা বাস্তবায়নে প্রশাসন সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। তাঁরা বলেছেন, অবিলম্বে সেলিম মাহমুদসহ রবিনটেক্সের গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ উদ্ভূত শিল্পবিরোধের সম্মানজনক সমাধানের পদক্ষেপ না নিলে সারা দেশে প্রতিবাদ অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন শ্রমিক নেতারা। শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানান বাংলাদেশ ওএসকে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন।

সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, শাহজাহান তালুকদার, নবকুমার কর্মকার, ইমাম হোসেন খোকন, খালেকুজ্জামান লিপন, জুলফিকার আলী, আবু নাঈম খান বিপ্লব, সাইফুজ্জামান টুটুল, আবু জাফর, আফজাল হোসেন প্রমুখ।

 

 

মন্তব্য

আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসে ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমই-এর মসজিদে গতকাল শুক্রবার আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার ব্যবস্থাপনায় এই সমাপনী অনুষ্ঠিত হয়। মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। গত ১৫ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিনটি দল (সেনা, নৌ ও বিমান) অংশ নেয়। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার।
এই প্রতিযোগিতার মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ