<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট নগরের জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির চতুর্থ তলার নূরানী জুয়েলার্স থেকে চুরি যাওয়া ২৫০ ভরি স্বর্ণের আংশিক উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লায় অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গত শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নূরানী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনার পর আল-হামরা শপিং সিটির বিভিন্ন ফ্লোরে লাগানো সব কটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে কুমিল্লার মুরাদনগরের অধীন বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়। অভিযানে ওছেক মিয়া ওরফে আলমগীর, সোহেল দেবনাথ ও আবুল হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>