<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈধ হওয়ার বিজ্ঞপ্তি জারির পর ১২ হাজার অবৈধ বিদেশি নাগরিক বাংলাদেশ ত্যাগ করেছে। তবে অনেকেই বৈধ হয়ে বাংলাদেশে থেকে গেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছরের ২৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারির পর জরিমানা দিয়ে বৈধ হতে শুরু করে বিদেশিরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে অবৈধ বিদেশি নাগরিক ছিল ৪৯ হাজার ২৬৬ জন। তাদের মধ্যে গত ১৪ জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন বৈধ হয়েছে। তবে পরবর্তী ১৭ দিনে কতজন বৈধ হয়েছে সেই হিসাব পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, গত ৩১ জানুয়ারি পর্যন্ত কতজন বৈধ হয়েছে সেই তালিকা তৈরি হচ্ছে। গত ১৪ জানুয়ারি পর্যন্ত ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৫ হাজার ৬১৮ জন বৈধ হওয়ার পর ৩৩ হাজার ৬৪৮ জন বাকি ছিল। গত ১৭ দিনে তাদের অনেকে বৈধ হয়েছে। সেই তালিকা এখন তৈরি করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১২ হাজার অবৈধভাবে থাকা বিদেশি নাগরিক এক্সিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। তাদের মধ্যে ভারত ও চীনের নাগরিকই বেশি। সুযোগ দেওয়ার পরও যেসব বিদেশি নাগরিক বৈধ হয়নি, তাদের বিষয়ে দেখার জন্য গত সোমবার ১১ সদস্যবিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছরের ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেসব দপ্তর বা প্রতিষ্ঠানে বিদেশি নাগরিকরা কর্মরত রয়েছেন, সেসব প্রতিষ্ঠানকেও বিদেশি নাগরিকদের সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়। এরপর ২৬ ডিসেম্বর আবারও বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বৈধভাবে অবস্থানের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিদেশিদের অনেকে নানা অপরাধের সঙ্গে জড়াচ্ছে। এরই মধ্যে বিভিন্ন অপরাধে জড়ানোর কারণে গ্রেপ্তারের পর ৪৭২ জন বিদেশি নাগরিক কারাগারে রয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।</span></span></span></span></span></p>