ঢাকা, সোমবার ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ওষুধসংকটে ভোগান্তি রোগীদের

রফিকুল ইসলাম, রংপুর
রফিকুল ইসলাম, রংপুর
শেয়ার
ওষুধসংকটে ভোগান্তি রোগীদের

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ওষুধ ও স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ ওষুধই রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে। এসেন্সিয়াল ড্রাগস কম্পানি লিমিটেডের মাধ্যমে কিছু সরকারি ওষুধ সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রংপুর বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এটি।

হাসপাতালটিতে এক হাজার শয্যা রয়েছে। ওষুধের বরাদ্দও মিলছে এক হাজার রোগীর। কিন্তু রোগী ভর্তি থাকছে আড়াই থেকে তিন হাজার। ফলে তিন দিনের ওষুধ এক দিনেই শেষ হয়ে যাচ্ছে।
আবার কখনো কখনো ইডিসিএল থেকেও সময়মতো ওষুধ সরবরাহ করা হয় না।

সূত্র জানায়, বর্তমানে ইডিসিএল সরবরাহ করা ওষুধের মধ্যে প্রায় শূন্য অবস্থায় অ্যান্টিবায়োটিক মেরোপেনাম ও সেফট্রিয়াক্সোন। কিছুদিন আগে মেরোপেনাম ১০ হাজার চেয়ে চিঠি দেওয়া হলেও সরবরাহ করা হয় পাঁচ হাজার, সেফট্রিয়াক্সোন ১ গ্রাম ইনজেকশনের ৫০ হাজার চাহিদা দেওয়া হলেও সরবরাহ করা হয় মাত্র ২০ হাজার। হার্টসল স্যালাইন ৫০ হাজার চাওয়া হলেও দেওয়া হয়েছে এক হাজার।

এভাবে যেখানে ১০ হাজার প্রয়োজন, সেখানে এক হাজার বা দেড় হাজার সরবরাহ করা হয়। বর্তমানে সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া টেন্ডারের মাধ্যমে কেনা সেফিক্সাইম, ফ্লুক্লোক্সাসিলিন, হাইব্রেকটিসন, জেপামিন, অক্সিটোক্সিন, ইনোক্সিপাইরন, ইনোক্সিপাইরিন-৮০, ফেনোবারবিটন ২ এমএস, বুপিভাকেইন, ক্যাটামিন, সাক্সামেথোনিয়াম, ইফিডিন, ন্যালবুফেন, হ্যালোজেরিডল,  প্রোসাইক্লিডিনসহ ৪৫ পদের ওষুধের চরম সংকট রয়েছে।

গতকাল বুধবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগ এবং ভর্তি রোগীর বেশির ভাগই প্রয়োজন অনুযায়ী ওষুধ পাচ্ছে না। কয়েক মাস ধরেই এ অবস্থা বিরাজ করছে।

স্যালাইন সেট, নরমাল স্যালাইনসহ বিভিন্ন রকমের ওষুধের সরবরাহ নেই হাসপাতালে। পাঁচ টাকা দামের একটি ৫ সিসি ইনজেকশন সিরিঞ্জও রোগীদের বাইরে থেকে কিনতে হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগ, মেডিসিন, ডায়ালিসিস, গাইনি বিভাগ, এমনকি নবজাতকের আইসিইউ বিভাগে পর্যন্ত স্যালাইনের সঙ্গে সিরিঞ্জেরও সংকট। নবজাতকের আইসিইউতে আগে সেপটাজিম নামের একটি ইনজেকশন হাসপাতাল থেকে সরবরাহ করা হলেও এখন সেটি রোগীকে কিনতে হয় বাইরে থেকে। রংপুরের পীরগাছা উপজেলা থেকে আসা মোহাম্মদ আলী নামের এক রোগী বলেন, আমি গত বৃহস্পতিবার হাসাপাতালে ডায়াবেটিস নিয়ে ভর্তি হয়েছি। কিন্তু দামি ওষুধ নেই। প্রায় সব বাইরে থেকে নিতে হচ্ছে।

মেডিসিন ওয়ার্ডে ভর্তি নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, হাসপাতালের ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ পেতে নানা অসুবিধার মুখে পড়তে হয়। বেশির ভাগ প্রয়োজনীয় ওষুধই এখানে পাওয়া যায় না। বাইরে থেকে বেশি দামে এগুলো কেনা ছাড়া আমাদের উপায় থাকে না। ডাক্তার রাউন্ডে এসেই ওষুধ লিখে দেয়। পরে সেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে।

বহির্বিভাগে ওষুধ নিতে আসা আসাদুল বলেন, চিকিৎসক তিন ধরনের ওষুধ লিখেছেন। কিন্তু এখানে কোনোটাই পাইনি। এখন বাইরে থেকে কিনতে হবে। ভর্তি রোগীদের স্যালাইন থেকে শুরু করে বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বে থাকা একাধিক চিকিৎসক ও নার্স কালের কণ্ঠকে বলেন, যেসব ওষুধের সরবরাহ নেই, সেগুলো বাইরে থেকে আনতে বলা হয় রোগী ও স্বজনদের। যেগুলো পাওয়া যায় সেগুলো তাঁরা রোগীদের দেন। জানা গেছে, ওষুধ সংকট মেটাতে সম্প্রতি ৪০ কোটি টাকার দরপত্র আহবান করা হয়েছে। চলতি মাসের ২৭ তারিখে সেই দরপত্র খোলা হবে। যাচাই-বাছাই, অনুমোদনসহ প্রক্রিয়া শেষ হতে প্রায় দেড় মাস সময় লাগবে।

জানতে চাইলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, কিছু ওষুধের সংকট রয়েছে। আমরা টেন্ডার দিয়েছি। মাসখানেকের মধ্যে সমস্যার সমাধান হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টেকসই-নবায়নযোগ্য জ্বালানি আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
টেকসই-নবায়নযোগ্য জ্বালানি আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার শিক্ষার্থীদের

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তরুণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার রাজধানী ঢাকার সামরিক জাদুঘর মিলনায়তনে সবুজ জ্বালানি অলিম্পিয়াড-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে এই অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। এ সময় অলিম্পিয়াড চ্যাম্পিয়ন আরাফাত জুলফিকার বলেন, এই অলিম্পিয়াড এমন এক প্ল্যাটফর্ম, যা সব সেক্টর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্র করেছে। নবায়নযোগ্য জ্বালানির এই টেকসই আন্দোলন আমরা অব্যাহত রাখব।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) আয়োজিত দুই দিনব্যাপী এই অলিম্পিয়াডে দেশের ১৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চার হাজার ৯০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জ্ঞান, বিশ্লেষণ এবং যুক্তি উপস্থাপনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। তাঁদের মধ্যে চ্যাম্পিয়ন, রানারআপসহ শীর্ষ ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, নবায়নযোগ্য বলতে আমরা সোলারকে বুঝে থাকি।

কিন্তু আমাদের কক্সবাজারে বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে একটি কম্পানি। তারা আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনা করছে। তার অর্থ হচ্ছে খাতটি সম্ভাবনাময়। তিনি বলেন, আমরা যখন গ্যাসের দাম বাড়িয়ে দিই তখন বৈষম্যের প্রশ্ন এসেছিল, আমি জবাব দিইনি।
কারণ বিকল্প যদি সহজলভ্য হয় তাহলে লোকজন সেদিকে যাবে। ভারতে চার থেকে পাঁচ সেন্টসে সৌরবিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তাদের সরকার জমি ও সঞ্চালন লাইন করে দিচ্ছে। আমরা জমি দিতে না পারলে সাত থেকে আট সেন্টস হওয়া উচিত। ২০২৬ সালের মধ্যে সব গার্মেন্টে সৌরবিদ্যুতের প্যানেল বসবে।

মন্তব্য

ঢাকা মেডিক্যালের সঙ্গে চীনের দুটি চুক্তি

ঢামেক প্রতিনিধি
ঢামেক প্রতিনিধি
শেয়ার
ঢাকা মেডিক্যালের সঙ্গে চীনের দুটি চুক্তি

চীন-বাংলাদেশের ৫০ বছর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিশেষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি বিনিময় হয়। এসবের মধ্যে গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে চীনের ইউনান প্রদেশের বড় দুটি হাসপাতালের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।  চুক্তি স্বাক্ষর করা চীনের হাসপাতাল দুটি হলো দ্য ফার্স্ট পিপলস হসপিটাল অব ইউনান প্রভিন্স; এবং অপরটি হলো দ্য ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটি।

মন্তব্য
সংক্ষিপ্ত

নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ

ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে মোট ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তদন্তকালে জানা যায়, মজিবুর রহমান চৌধুরী এই সম্পত্তি তাঁর প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে ক্রয় করেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়, যা তিনি অবৈধ অর্থ দিয়ে কেনেন।

মন্তব্য
বিএনপির সঙ্গে বৈঠক বাম নেতাদের

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব

সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না। এতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। এ জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের আয়োজন করা দরকার।

নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর বা তার আগেই করা সম্ভব বলে মনে করেন বিভিন্ন বাম দলের নেতারা।

গতকাল রবিবার বিকেলে রাজধানীর বনানীতে হোটেল সারিনাতে বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন বাম দলের নেতারা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম সাংবাদিকদের বলেন, ১৪, ১৮ ও ২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় গণতন্ত্র ও ভোটাধিকার।

এখন যারা সংস্কারের নামে নির্বাচন দেরি করিয়ে গণপরিষদ নির্বাচন বা অন্য যেগুলো আনছে, তারা এন্টি ডেমোক্রেটিক ফোর্স। শেখ হাসিনাও এন্টি ডেমোক্রেটিক ফোর্স। এরাও সেই জায়গাটাতে গিয়ে দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে। এটা দেশের জন্য মঙ্গল হবে না।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মঙ্গল হবে না। এটা চলতে থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, বাম গণতান্ত্রিক জোট, বাসদ, সিপিবিসহ আমরাও সংস্কার চাই। আমাদের চাইতে সংস্কার কারা চায়? আমরা এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।

এখনকার যে নিয়ম আছে সেটা ভাঙতে চাই। কিন্তু সংস্কার ও নির্বাচনকে একে অপরের প্রতিপক্ষ যেন না বানানো হয়। নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কারের কার্যক্রমগুলো কার্যকর করতে হবে। অধ্যাদেশ জারি করেও যদি সংস্কার করা হয়, সেটা নির্বাচিত পার্লামেন্টে অনুমোদন করতে হবে। তা না হলে সেটার কোনো কার্যকারিতা থাকবে না।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে বিএনপির সঙ্গে একমত পোষণ করেছেন সিপিবি, বাসদের নেতারা। গণতন্ত্র ছাড়া সংস্কার হয় না, গণতন্ত্রের পথ ধরে সংস্কার আসতে হবে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ