স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই। একই সঙ্গে পুলিশকে পেশাদারি বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার তাগিদও দিয়েছেন। কোনো দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের তল্পিবাহকের ভূমিকায় অবতীর্ণ না হওয়ার পরামর্শও দেন তিনি। গতকাল রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। এই ব্যাচে মোট ৬৬ জন প্রশিক্ষণার্থী ছিলেন, যাঁদের অন্তত চার মাস আগেই কুজকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা বন্ধ হয়েছিল। বিভিন্ন অভিযোগে এই ব্যাচের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে অব্যাহতি দেওয়া হয়। কুচকাওয়াজে বাকি ৫৭ জন এবং ৩৮তম ব্যাচের তিনজন অংশ নেন।