বাংলাদেশ পুলিশে একযোগে ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া ১০২ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত এসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
সংক্ষিপ্ত
পুলিশের ৫৩ কর্মকর্তাকে বদলি, পদোন্নতি পেলেন ১০২ জন
নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

টেকসই-নবায়নযোগ্য জ্বালানি আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তরুণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার রাজধানী ঢাকার সামরিক জাদুঘর মিলনায়তনে ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে এই অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। এ সময় অলিম্পিয়াড চ্যাম্পিয়ন আরাফাত জুলফিকার বলেন, ‘এই অলিম্পিয়াড এমন এক প্ল্যাটফর্ম, যা সব সেক্টর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্র করেছে। নবায়নযোগ্য জ্বালানির এই টেকসই আন্দোলন আমরা অব্যাহত রাখব।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) আয়োজিত দুই দিনব্যাপী এই অলিম্পিয়াডে দেশের ১৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চার হাজার ৯০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জ্ঞান, বিশ্লেষণ এবং যুক্তি উপস্থাপনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। তাঁদের মধ্যে চ্যাম্পিয়ন, রানারআপসহ শীর্ষ ৫০ জনকে পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘নবায়নযোগ্য বলতে আমরা সোলারকে বুঝে থাকি।

ঢাকা মেডিক্যালের সঙ্গে চীনের দুটি চুক্তি
ঢামেক প্রতিনিধি

চীন-বাংলাদেশের ৫০ বছর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিশেষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি বিনিময় হয়। এসবের মধ্যে গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে চীনের ইউনান প্রদেশের বড় দুটি হাসপাতালের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর করা চীনের হাসপাতাল দুটি হলো দ্য ফার্স্ট পিপলস হসপিটাল অব ইউনান প্রভিন্স; এবং অপরটি হলো দ্য ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটি।
।
সংক্ষিপ্ত
নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ
নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এ আবেদন করেন।

বিএনপির সঙ্গে বৈঠক বাম নেতাদের
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব
নিজস্ব প্রতিবেদক

সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না। এতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। এ জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের আয়োজন করা দরকার।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর বনানীতে হোটেল সারিনাতে বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন বাম দলের নেতারা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম সাংবাদিকদের বলেন, ’১৪, ’১৮ ও ’২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় গণতন্ত্র ও ভোটাধিকার।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘বাম গণতান্ত্রিক জোট, বাসদ, সিপিবিসহ আমরাও সংস্কার চাই। আমাদের চাইতে সংস্কার কারা চায়? আমরা এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে বিএনপির সঙ্গে একমত পোষণ করেছেন সিপিবি, বাসদের নেতারা। গণতন্ত্র ছাড়া সংস্কার হয় না, গণতন্ত্রের পথ ধরে সংস্কার আসতে হবে।