সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে দুই হাজারের বেশি সাংবাদিক সদস্য, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধি অংশ নেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশক, টিভি মিডিয়ার শীর্ষ প্রতিনিধিরা।