ঢাকা, শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬
পটিয়া

পরিত্যক্ত পানি থেকে লবণ উৎপাদন

  • ১০০ একর জমিতে ১০ হাজার টন লবণ উৎপাদন
  • ১০ কোটি টাকা বাড়তি আয় ব্যবসায়ীদের
কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম)
কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম)
শেয়ার
পরিত্যক্ত পানি থেকে লবণ উৎপাদন
পটিয়ার লবণ মিলের পরিত্যক্ত পানি থেকে উৎপাদিত লবণ স্তূপ করে রাখা হয়েছে। ছবি : কালের কণ্ঠ

দেশের একমাত্র লবণ মিলের পরিত্যক্ত পানি থেকে পুনরায় লবণ উৎপাদনের রেকর্ড গড়ে নজির স্থাপন করেছেন দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপুল লবণ শিল্প এলাকার ব্যবসায়ীরা। এসব লবণ মানুষের খাওয়ার উপযোগী না হলেও কৃষিকাজ, মাছ, চামড়া সংরক্ষণসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে। ইন্দ্রপুল এলাকায় লবণ ক্রাশিংয়ের পর কারখানার পরিত্যক্ত পানি জমির এক কোনায় পুকুরের মতো করে জমানো হয়। চানখালী খালের মিঠা পানি আর ফিটকিরি দিয়ে সেখান থেকে পাইপের মাধ্যমে সরাসরি রাখা হয় জমিতে সারি সারি করে রাখা পলিথিন দিয়ে গড়ে তোলা লবণ উৎপাদনের ট্রেতে।

এরপর সেই পানি পলিথিনের ওপর রোদে শুকিয়ে রেখে পাঁচ-সাত দিনের মধ্যে লবণে পরিণত হচ্ছে। উৎপন্ন এই লবণ প্রতি কেজি ছয়-সাত টাকায় বিক্রি হচ্ছে।

লবণ ব্যবসায়ীরা বলেন, প্রায় সাত-আট বছর আগে থেকেই অল্প পরিসরে ইন্দ্রপুলের লবণ কারখানার পরিত্যক্ত পানি পুনরায় রোদে শুকিয়ে লবণ তৈরি করা হচ্ছে। এটা শুধু পটিয়াতেই হচ্ছে।

ইন্দ্রপুল লবণ শিল্প এলাকার আশপাশে যেসব কৃষিজমিতে লবণাক্ততার কারণে চাষাবাদ হতো না, বর্তমানে সেসব পরিত্যক্ত কৃষিজমিগুলো লবণ মাঠ হয়ে যাচ্ছে। আগে কারখানার পরিত্যক্ত পানিতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হতো, কিন্তু তা এখন আর হচ্ছে না।

জানা যায়, পটিয়ার ইন্দ্রপুল লবণ শিল্প এলাকার একসময়কার চাষাবাদের অনুপযোগী পরিত্যক্ত প্রায় ১০০ একর জমিতে ব্যবসায়ীরা মৌসুমে আট থেকে ১০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করছেন। এতে আট থেকে ১০ কোটি টাকা আয় করছেন ব্যবসায়ীরা।

ইন্দ্রপুুল লবণ শিল্প এলাকায় ৪৪টি লবণ পরিশোধন কারখানা থাকলেও বর্তমানে চালু রয়েছে ৩০টি।

পটিয়া লবণ মিল মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আগে দেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী থেকে পটিয়া ইন্দ্রপুল লবণ শিল্প এলাকায় শত শত ট্রাকে করে লবণ আসত। ওই লবণগুলো এখানকার মিলে ক্রাশিং করে চিকন দানায় পরিণত করা হয়। এরপর আয়োডিন মিশ্রণ করে প্যাকেটের মাধ্যমে বাজারজাত করে সারা দেশে পাঠানো হয়। বর্তমানে এ ব্যবসায় ধস নেমেছে।

ইসলামাবাদ সল্টের স্বত্বাধিকারী অহিদুস ছমদ হেলাল বলেন, চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়ক সম্প্রসারণের সময় ইন্দ্রপুল লবণ শিল্প এলাকার বেশ কয়েকটি মিল ভেঙে ফেলা হয়। সে সময় অধিগ্রহণ করা হয় বেশ কিছু জায়গা। আগে ছোট-বড় ৪০টি লবণ মিল ছিল। বর্তমানে তা ৩০টিতে গিয়ে ঠেকেছে।

বিসিক কর্মকর্তা রমেশ চন্দ্র সানা বলেন, ২০২১ সালে প্রায় ৫০০ ফুট দূরে নতুন জায়গায় শিল্পাঞ্চলটি স্থানান্তরের জন্য একটি লিখিত প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র

সংকটকালে কয়লাবাহী একটি জাহাজ ভিড়েছে

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
সংকটকালে কয়লাবাহী একটি জাহাজ ভিড়েছে

অবশেষে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা আরো একটি কয়লাবাহী জাহাজ গতকাল বৃহস্পতিবার বন্দরে ভিড়েছে। ডায়মন্ড ট্রেডার ম্যানিলা নামের জাহাজটি ৬৪ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা নিয়ে গতকাল মাতারবাড়ী বন্দরের জেটিতে ভেড়ে। জাহাজটি ভিড়া মাত্রই দুপুর দেড়টা থেকে শুরু হয় কয়লা খালাসের কাজ। গত মাসের আলোচিত কাদামাটি ও ময়লা মেশানো কয়লা কেলেঙ্কারির পর তীব্র সংকটের মুখে কেন্দ্রটির উৎপাদন দুই সপ্তাহ ধরে সর্বনিম্নে এসে দাঁড়িয়েছিল।

তবে ডায়মন্ড ট্রেডার ম্যানিলা জাহাজটির কয়লাগুলো কী রকম, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুপুর থেকে খালাস শুরু হলেও জাহাজের উপরিভাগের কয়লাগুলো ভালো দেখা গেছে।

বাংলাদেশের মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট এবং ভারতের আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিংয়ের (সিঙ্গাপুরে নিবন্ধিত) ৬৩ হাজার টন কয়লা নিয়ে এমভি ওরিয়েন্ট অর্কিড নামের একটি জাহাজ গত ১৭ মার্চ বন্দরে ভিড়েছিল। জাহাজটি থেকে কয়লা খালাস করতে গিয়ে শ্রমিকরা দেখতে পান ইন্দোনেশিয়া থেকে আনা কয়লার চালানটি মাটি মেশানো।

শ্রমিকরা খালাসে আপত্তি জানালে মেঘনা গ্রুপের কর্মকর্তারা তড়িঘড়ি করে পুরো জাহাজের কয়লা খালাস করাতে মরিয়া হয়ে পড়েন। এরই মধ্যে গণমাধ্যমে মাটি মেশানো কয়লার চালানের বিষয়টি চাউর হয়ে পড়লে জাহাজটি থেকে কয়লা খালাস বাধাপ্রাপ্ত হয়। ততক্ষণে ২২ হাজার ৩৫০ টন মাটি মেশানো কয়লা খালাস করে ফেলা হয়।

বাকি ৪০ হাজার ৬৫০ টন মাটি মেশানো কয়লা নিয়ে এমভি ওরিয়েন্টকে বন্দরের বাইরে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়।

সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মাটি মেশানো বাকি কয়লা খালাস করতে ব্যর্থ হয় মেঘনা কম্পানি।

বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা জানিয়েছেন, কয়লাসংকটের কারণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমেছে। তবে গতকাল আরেকটি কয়লার চালান পৌঁছায় এবার উৎপাদন বাড়বে।

মন্তব্য
রবিবার আবার সংলাপ

সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে একমত বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে একমত বিএনপি
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপি নেতাদের বৈঠক হয়। ছবি : ফোকাস বাংলা

সংস্কার কমিশনের দেওয়া সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে একমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে টানা ছয় ঘণ্টার বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী রবিবার আবারও সংস্কার ইস্যুতে সংলাপ হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সংলাপে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান।

সংলাপের সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যাতে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। তিনি বলেন, দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে।

আমরা বারবার দেখছি এ দেশে কেবল গণতন্ত্রই হোঁচট খেয়েছে তা নয়, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রও প্রতিষ্ঠিত হয়েছিল। যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো সংগ্রাম করেছে, বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এমন ব্যক্তিতান্ত্রিক স্ব্বৈরতন্ত্র যাতে আর না ফিরতে পারে এবং অতীতের মতো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেই জায়গাটাকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এ প্রচেষ্টা। তিনি আরো বলেন, বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্নমত নিয়ে আলোচনা করতে চাই।
গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত। তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়।

প্রথম দিনের সংলাপ শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে ১৩১টি প্রস্তাব থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ৭০টি বিষয় উল্লেখ করা হয়েছে। আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতিসহ সব বিষয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে।

সংবিধান সংশোধনসংক্রান্ত সংস্কার কমিশনের ২৫টিতে একমত, ২৫টির মতো বিষয়ে আংশিকভাবে একমত হয়েছি। বাকি বিষয়গুলোতে একমত হতে পারিনি।

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) গতকাল ক্যারিয়ার ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে এবং দেশের শীর্ষস্থানীয় চাকরি প্রদানকারী অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবসের সার্বিক সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী। সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষাঙ্গন

বর্ণিল আয়োজনে বঙ্গাব্দ ১৪৩২-কে বরণ করে নিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। ১৩ থেকে ১৫ এপ্রিল তিন দিনের আয়োজনে বৈশাখী মেলার পাশাপাশি ছিল শিক্ষার্থীদের আয়োজনে সংগীত, নৃত্য ও নাটকের পরিবেশনা। পহেলা বৈশাখ সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

সংযোগ

শেয়ার
সংযোগ
প্রথমবার মা হওয়া নারীদের প্রসব-পরবর্তী সেবার হার ও মান বৃদ্ধি করা এবং প্রসব-পরবর্তী পরিবার-পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার বাড়ানোর লক্ষ্য নিয়ে ‘সংযোগ’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। এ আয়োজনে বাবাদেরও অংশগ্রহণ ছিল। গত বুধবার রাজধানীর একটি হোটেলে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সংযোগ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও নানা সাফল্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

সর্বশেষ সংবাদ