ঢাকা, সোমবার ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬
সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদ

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে গণ-অভ্যুত্থানের সব শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অন্তর্বর্তী সরকারও এই গণ-অভ্যুত্থানের অর্জন। আমরা শুরু থেকে এই সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়েছি। কিন্তু সরকার সবার সঙ্গে ইনসাফ না করে বরং গণ-অভ্যুত্থানের একটি গোষ্ঠী বা পক্ষের সরকার হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছে।
যেহেতু অন্তর্বর্তী সরকারের তিনজন ছাত্র উপদেষ্টা ছিলেন, তাঁদের একজন পদত্যাগ করে একটি দলের প্রধান হয়েছেন, সে ক্ষেত্রে অন্যরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছেনে।

তিনি বলেন, দল গঠন একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি পদত্যাগকৃত উপদেষ্টা সম্পৃক্ত ছিলেন না? অবশ্যই ছিলেন। আর তিনজন ছাত্র উপদেষ্টার একই নেক্সাস।

সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি দুজন ছাত্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। এ ছাড়া ছাত্ররা যেহেতু দল গঠন করেছে, এ ক্ষেত্রে বৈষম্যবিরোধী বা সমন্বয়কের কোনো অস্তিত্ব বিদ্যমান নেই বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন। সে ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের সব সেক্টর ও দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা অতীব জরুরি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয়-২০২৫ দেশের সব প্রধান ঘাঁটি, বিভিন্ন স্টেশন ও ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে। বাহিনীর সব প্রধান ঘাঁটিসহ সিলেট, লালমনিরহাট, শমশেরনগর, বগুড়া, বরিশাল, রসুলপুর ও সুধারামে অবস্থিত বিভিন্ন স্টেশন ও ইউনিটে গত ২৩ এপ্রিল থেকে পরিচালিত মহড়া আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমানবাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন  রণকৌশল অনুসরণ করে যুদ্ধবিমানের মাধ্যমে আক্রমণ, শত্রুবিমান শনাক্তকরণ, আকাশ থেকে শত্রুকবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সেনা ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধারসহ সব ধরনের অপারেশন পরিচালনা করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মন্তব্য

এসআই নিয়োগে ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এসআই নিয়োগে ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ

পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পুলিশের এসআই পদে নিয়োগের জন্য ৫৯৯ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর মোট ৫৯৯ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। তাঁদের মধ্যে মেধাভিত্তিক ৫৬৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩০ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় দুজন এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় একজনকে সুপারিশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (.িঢ়ড়ষরপব.মড়া.নফ) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৫০৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৫০৮ জন গ্রেপ্তার

রাজধানীসহ সারা দেশে আরো এক হাজার ৫০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল রবিবার বিকেলে এক খুদে বার্তায় সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের এই তথ্য  দেওয়া হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছেন। গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর কালের কণ্ঠকে বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৩৫ জনকে। অভিযানের সময় ছয়টি সিসার কার্তুজ, তিনটি ছোরা, তিনটি চায়নিজ কুড়াল, দুটি চাপাতি, একটি বিদেশি পিস্তল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মাহিন্দ্রা ১১০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।

 

মন্তব্য

গ্রিড বিপর্যয়ের ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গ্রিড বিপর্যয়ের ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি

খুলনা অঞ্চলে বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গতকাল রবিবার এ কমিটি গঠন করা হয়। কমিটিতে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. এহসান, মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বিভাগীয় কমিশনারের কার্যালয় (খুলনা), মো. শহীদুল ইসলাম সদস্য (পিঅ্যান্ডডি, অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মো. আব্দুল মজিদ প্রধান প্রকৌশলী (পরিচালন, ওজোপাডিকো), মো. আতিকুর রহমান (পরিচিতি নম্বর-১-০১২৬৯), তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিস্টেম প্রটেকশন ও টেস্টিং কমিশনিং সেল, (বাবিউবো, ঢাকা), মোহাম্মদ ফয়জুল কবির (প্রধান প্রকৌশলী, অ. দা., ট্রান্সমিশন-১, পিজিবি পিএলসি) এবং মো. মাজহারুল ইসলাম, সদস্যসচিব, সিনিয়র সহকারী সচিব, (নবায়নযোগ্য জ্বালানি-১ শাখা) বিদ্যুৎ বিভাগ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ