ঢাকা, মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

খুলনা ও রংপুরে এখন ঈদ বাজার জমজমাট

এইচ এম আলাউদ্দিন, খুলনা ও রফিকুল ইসলাম, রংপুর
এইচ এম আলাউদ্দিন, খুলনা ও রফিকুল ইসলাম, রংপুর
শেয়ার
খুলনা ও রংপুরে এখন ঈদ বাজার জমজমাট
খুলনায় সন্তানদের নিয়ে ঈদের পোশাক কিনছেন এক দম্পতি। গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ

দেশের উত্তর ও দক্ষিণের দুই বিভাগীয় নগর রংপুর ও খুলনায় প্রতিবছরের মতো এবারও জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। মার্কেটগুলোতে সন্ধ্যার পর ভিড় বাড়ে। অভিজাত এলাকার শোরুমগুলো রাত ১২টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকছে। তবে শেষ দিকে ভিড় আরো বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গত শুক্রবার ও গতকাল শনিবার ছুটির দিনে মার্কেটগুলোতে ছিল লক্ষণীয় ভিড়।

এবারের ঈদ বাজারে খুলনার শোরুমগুলোতে ভারতীয় পণ্য কম দেখা যাচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ায় এমনটি হয়েছে বলে ব্যবসায়ীরা মনে করছেন। তাঁরা জানান, আগে ভারতীয় পণ্যের বেশির ভাগই আসত ট্যুরিস্ট ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের মাধ্যমে।

অনেকে চোরাচালানের ধরনও পরিবর্তন করেছিল। কিন্তু এবার ভারতীয় পণ্যের বিপরীতে দেশি পণ্যের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। এই সুযোগে চীনা পণ্যের বিক্রি বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।

নিউ মার্কেটের পাঞ্জাবি মেলা ও কুশল নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফেরদৌস চৌধুরী হীরা বলেন, তুলনামূলক চীনা পণ্য বেশি কিনছেন ক্রেতারা।

মজিদ সরণিতে (শিববাড়ী থেকে সোনাডাঙ্গা পর্যন্ত) এ বছর বেশ কিছু শোরুমের দেখা মিলছে। রোজার ঈদ ঘিরে অন্তত ১০টি শোরুম গড়ে ওঠে ওই সড়কের দুই পাশের বাণিজ্যিক প্লটগুলোতে।

এদিকে ভিড় বেড়েই চলেছে আড়ংসহ অভিজাত ব্র্যান্ডের শোরুমগুলোতে। নিউমার্কেটের ব্যবসা কিছুটা নাজুক হলেও এক শ্রেণির ক্রেতা এখনো ধরে রেখেছেন মার্কেটটি। সাধারণ ক্রেতাদের জন্য ডাকবাংলার আশপাশের কয়েকটি মার্কেটের কদর এখনো রয়েছে।

জুতা-স্যান্ডেলের জন্য ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় বাড়লেও একটি বৃহৎ শ্রেণির ক্রেতার জন্য ডাকবাংলার বিভিন্ন শোরুম-দোকান চলছে আগের চেয়ে বড় পরিসরে।

দেশি পণ্যের সমাহার নিয়ে দুই বছর ধরে মজিদ সরণিতে গড়ে তোলা হয়েছে একটি প্রতিষ্ঠান। সেখানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ ইমন বলেন, বিদেশি ডিজাইনের দেশি পণ্যের সমাহার রয়েছে তাঁদের শোরুমে। ঈদে পাঞ্জাবি বেশি বিক্রি হয়। আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা মূল্যের পাঞ্জাবি বেশি বিক্রি হয়। প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবির মূল্য সাড়ে ১৪ হাজার টাকা পর্যন্ত। সঙ্গে রয়েছে কটি ও পাজামা।

ক্রেতারা জানিয়েছেন, অন্যবারের তুলনায় এবার পোশাকের দাম একটু চড়া। যে পাঞ্জাবি অন্যান্য বছর দুই-আড়াই হাজার টাকায় কেনা গেছে, এবার তা তিন হাজার টাকার ওপরে।

সন্ধ্যার পর নামে মানুষের ঢল : ঈদের কেনাকাটার জন্য বিভাগের আট জেলার বিত্তবান মানুষজন আসছেন রংপুর নগরে। তাই সন্ধ্যার পরই মানুষের ঢল নামে বিভিন্ন ব্র্যান্ডের বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতে।

ঈদ ঘিরে নগরে নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্নে কেনাকাটা করতে নতুন করে ট্রাফিক ব্যবস্থা চালু করেছে পুলিশ। এতে মূল নগরে যানজটহীনভাবে চলাফেরা করতে পারছে মানুষ।

বিভিন্ন শপিং মলের বিক্রেতারা জানিয়েছেন, এবার মার্কেটগুলোতে পাকিস্তানি ডিজাইনের সালোয়ার-কামিজ আর ভারতীয় ডিজাইনের শাড়ি বেশি বিক্রি হচ্ছে। পাকিস্তানি সিল্ক, জর্জেট ও অরগ্যাঞ্জা কাজের বিভিন্ন পোশাকের দাম পাঁচ থেকে ১০ হাজার টাকার মধ্যে। এসব পোশাকের মাস্টার কপিও পাওয়া যাচ্ছে, যার মূল্য আড়াই থেকে চার হাজার টাকার মধ্যে।

রংপুর সুপার মার্কেটের সেঁজুতি এক্সক্লুসিভের বিক্রেতা মেহেদি হাসান বলেন, সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত ক্রেতার উপস্থিতি ভালো থাকে। এখন রাত ১টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। পাকিস্তানি আগা-নূর, সাদাবাহার ব্র্যান্ডের পোশাক পাঁচ থেকে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। লাক্সারি শিপন, জর্জেট, অরগ্যাঞ্জা কাপড়ের তৈরি এসব পোশাক বেশি বিক্রি হচ্ছে।

সেঁজুতি শাড়ি ঘরের বিক্রেতা মুসলিম বলেন, ভারতীয় তানা বানা কাতান শাড়ি ও পাকিস্তানি থ্রিপিস, সারারা-গারারা ও লাক্সারি শিপনসহ অন্যান্য পোশাকের চাহিদা রয়েছে বেশ।

পঞ্চগড় থেকে রয়ালেটি মেঘা মলে ঈদের কেনাকাটা করতে আসা মেহেদী হাসান বলেন, পঞ্চগড়ের চেয়ে রংপুরে অনেক পোশাকের কালেকশন ভালো। তাই এখানে আসা। আত্মীয়র বাসায় উঠেছি। দাম বেশি, কিন্তু পোশাক পছন্দ হচ্ছে।

দেখা গেছে, নগরের চার প্রবেশদ্বার দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ঢুকতে দেওয়া হচ্ছে না। চার্জার বা পায়েচালিত রিকশা ঢুকছে মূল নগরে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরে ও বিভিন্ন শপিং মলে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আছে নিয়মিত টহল ও যৌথ বাহিনীর টহল।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ঈদে যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে সে কারণে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। পুরো নগর কঠোর নজদারিতে রয়েছে। কোনো দুষ্কৃতকারী অপরাধ করে পার পাবে না, আমরা সে ব্যবস্থা করেছি।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

দিনাজপুরে ভবেশ চন্দ্রের মৃত্যুর ঘটনায় মামলা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুরে ভবেশ চন্দ্রের মৃত্যুর ঘটনায় মামলা

দিনাজপুরের বিরলে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর চার দিন পর মামলা হয়েছে। গতকাল চারজনের নাম উল্লেখসহ আটজনের বিরুদ্ধে বিরল থানায় মামলা করেন তাঁর ছেলে স্বপন চন্দ্র রায়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আতিকুর ইসলাম, শহরগ্রামের রতন ইসলাম, নরসিংপাড়ার মুন্না ইসলাম  ও পাঁচশালা গ্রামের রুবেল।

মামলার এজাহারে বলা হয়, আসামি আতিকুর, রতন, মুন্না ও রুবেল এলাকার পরিচিত দাদন ব্যবসায়ী।

তাঁদের কাছ থেকে ভবেশ রায় মাসে তিন হাজার ২৫৫ টাকা লাভ দেওয়ার শর্তে ২৫ হাজার টাকা ঋণ নেন। এরপর প্রতি মাসের লাভের টাকা শোধ করে আসছিলেন তিনি। তবে অভাবের কারণে মূল টাকা শোধ করতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ এপ্রিল বিকেলে আসামিরা ভবেশ রায়কে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যান।
আসামিরা ঋণের টাকার জন্য মানসিক চাপ দিতে থাকেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টার দিকে আসামি রতন ফোন করে ভবেশের ছেলে স্বপনকে তাঁর অসুস্থতার কথা জানান। এরপর আসামিরা ভবেশকে ফুলবাড়ী বাজারের রাস্তায় ফেলে পালিয়ে যান।
পরে স্বপন অ্যাম্বুল্যান্সে ভবেশকে নিয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসক ভবেশকে মৃত ঘোষণা করেন।

 

মন্তব্য

বাইক কিনে না দেওয়ায় ঘরে আগুন দিল ছেলে

মনোহরদী প্রতিনিধি
মনোহরদী প্রতিনিধি
শেয়ার
বাইক কিনে না দেওয়ায় ঘরে আগুন দিল ছেলে

মোটরসাইকেল কিনে দেননি বাবা। তাই রাগ করে ছেলে নিজেদের ঘরেই আগুন লাগিয়ে দিয়েছে। গত রবিবার রাতে নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের কামাল হোসেনের ছেলে জুনায়েদ (১৫) এই ঘটনা ঘটায়।

স্থানীয়রা পরে আগুন নেভায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদ বাবা কামাল হোসেনের কাছে মোটরসাইকেল দাবি করে আসছিল। রবিবার সকালে এ নিয়ে বাবার সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। বাবা মোটরসাইকেল কিনে দিতে সম্মত না হলে জুনায়েদ রাগ করে দুপুরে বাড়িতে থাকা পোলট্রি খামারের সামনে আগুন দেয়।
প্রতিবেশী লোকজন আগুন দেওয়ার দৃশ্য দেখে চিৎকার-চেঁচামেছি শুরু করে। তখন জুনায়েদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভায়। এরপর খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ কামাল হোসেনের বাড়িতে যায়।
এক পর্যায়ে কামাল তাঁর ছেলে জুনায়েদকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় পুলিশ। এরপর সারা দিনে বাড়ি ফেরেনি জুনায়েদ। পরে রাত ৯টায় বাড়ি ফাঁকা পেয়ে আবার পোলট্রি খামারে আগুন দেয় জুনায়েদ।

মন্তব্য

দুই উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তাকে অব্যাহতি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
দুই উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তাকে অব্যাহতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে অব্যাহতির বিষয়টি এত দিন সবার মুখে মুখে থাকলেও গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হলো।

গত ৮ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে কী কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।

এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি অফিস করছেন না। উপদেষ্টার দপ্তর থেকে তাঁকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। 

তুহিন ফারাবী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিক্যাল দলের সদস্য। ৮ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মতির ভিত্তিতে ওই তারিখ থেকে মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তাদের উভয়ের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, উপদেষ্টা যত দিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা যত দিন তাঁকে এ পদে রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন তিনি এ পদে বহাল থাকবেন।

মন্তব্য
গ্রেপ্তার হয়নি কেউ

নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশায় শহর ঘুরানোর ঘটনায় মামলা

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশায় শহর ঘুরানোর ঘটনায় মামলা

নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগে নাটোর থানায় মামলা করা হয়েছে। ছাত্রলীগকর্মী কদরকে নির্যাতনের ভিডিও ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এই মামলা করা হলো।

সোমবার দুপুরে আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ওসি মাহবুর রহমান। তিনি বলেন, গতকালই ঘটনাটি নজরে এলে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কেউ
গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের বলেন, ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে (কদরকে) মারধর করছিল।

আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিই।

মন্তব্য

সর্বশেষ সংবাদ