বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি, মৌলবাদীদের হাতে বা হাসিনার লোকজনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়।’
গতকাল রবিবার দুপুরে চাটখিল পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসব কথা বলেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল বা আমাদের দলের মধ্যেও মৌলবাদীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি, মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য না বা হাসিনার লোকজনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য না।