অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু বেকসুর খালাস পেয়েছেন। গতকাল রবিবার ঢাকার বিশেষ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের এই রায় দেন। এদিন আদালতে উপস্থিত হন মোসাদ্দেক আলী ফালু। তাঁর উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।
সংক্ষিপ্ত
দুদকের মামলায় খালাস ফালু
নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

দিনাজপুরে ভবেশ চন্দ্রের মৃত্যুর ঘটনায় মামলা
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর চার দিন পর মামলা হয়েছে। গতকাল চারজনের নাম উল্লেখসহ আটজনের বিরুদ্ধে বিরল থানায় মামলা করেন তাঁর ছেলে স্বপন চন্দ্র রায়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আতিকুর ইসলাম, শহরগ্রামের রতন ইসলাম, নরসিংপাড়ার মুন্না ইসলাম ও পাঁচশালা গ্রামের রুবেল।
মামলার এজাহারে বলা হয়, আসামি আতিকুর, রতন, মুন্না ও রুবেল এলাকার পরিচিত দাদন ব্যবসায়ী।

বাইক কিনে না দেওয়ায় ঘরে আগুন দিল ছেলে
মনোহরদী প্রতিনিধি

মোটরসাইকেল কিনে দেননি বাবা। তাই রাগ করে ছেলে নিজেদের ঘরেই আগুন লাগিয়ে দিয়েছে। গত রবিবার রাতে নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের কামাল হোসেনের ছেলে জুনায়েদ (১৫) এই ঘটনা ঘটায়।

দুই উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তাকে অব্যাহতি
বিশেষ প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে অব্যাহতির বিষয়টি এত দিন সবার মুখে মুখে থাকলেও গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হলো।
গত ৮ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে কী কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।
এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি অফিস করছেন না। উপদেষ্টার দপ্তর থেকে তাঁকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে।
তুহিন ফারাবী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন।
তাদের উভয়ের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, উপদেষ্টা যত দিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা যত দিন তাঁকে এ পদে রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন তিনি এ পদে বহাল থাকবেন।

গ্রেপ্তার হয়নি কেউ
নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশায় শহর ঘুরানোর ঘটনায় মামলা
নাটোর প্রতিনিধি

নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগে নাটোর থানায় মামলা করা হয়েছে। ছাত্রলীগকর্মী কদরকে নির্যাতনের ভিডিও ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এই মামলা করা হলো।
সোমবার দুপুরে আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ওসি মাহবুর রহমান। তিনি বলেন, গতকালই ঘটনাটি নজরে এলে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কেউ
গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের বলেন, ‘ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে (কদরকে) মারধর করছিল।