<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কপি, কচু, বেগুন, মুলা, মরিচ, ঢেঁড়স থেকে শুরু করে আদা, পেঁয়াজ, রসুনের মতো মসলা সবই আছে বগুড়ার ধুনট উপজেলার নবীন কৃষি উদ্যোক্তা সানজিদা আক্তার পলির (২২) ঝুলন্ত সবজি বাগানে। এসব শাক-সবজিতে প্রয়োগ করা হয় না কোনো কীটনাশক। জৈব সার ব্যবহার করেই ফলানো হয় এসব শাক-সবজি। পোকা দমনে ব্যবহার করা হয়েছে সেক্স ফেরোমন ফাঁদ। এতে খরচও অনেক কম। বাড়ির উঠান ও রাস্তার ধারে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে বাঁধা বস্তায় ঝুলছে এসব শাক-সবজি। নিজের ফলানো বিষমুক্ত এসব শাক-সবজিতে চার সদস্যের পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পর বাজারে বিক্রিও করেন তিনি। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছেন অন্য নারীরাও। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলার ভাণ্ডারবাড়ি গ্রামের পলি স্বামীর আয়ের পাশাপাশি নিজেও কিছু করার চিন্তা করেন। স্বামীর অনুপ্রেরণায় বেসরকারি একটি সংস্থার সদস্য হন। সেখানে প্রশিক্ষণ নিয়ে এক বছর আগে প্রথমবারের মতো জমি ছাড়াই স্বল্প পরিসরে নিজের বাড়ির আঙিনায় ঝুলন্ত পদ্ধতিতে শাক-সবজির চাষ শুরু করেন তিনি। প্রথম দফায় সফল হওয়ায় চলতি মৌসুমে চাষের পরিধি বাড়িয়েছেন। বর্তমানে তাঁর বাগানে শতাধিক বস্তায় ঝুলছে নানা জাতের শাক-সবজি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, শুধু পলি নয়, গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই শোভা পাচ্ছে এই সবজি বাগান। পলি জানান, ঝুলন্ত সবজি চাষে সুবিধা অনেক। এটি যমুনা নদীর ভাঙন জনপদ। প্রায় প্রতিবছররই এলাকায় বন্যা হয়। বন্যার পানি জমে যাতে ফসলের ক্ষতি না হয়, সে কারণে বস্তায় ঝুলন্ত পদ্ধতিতে এসব চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে সবজি চাষ করতে জমি লাগে না। যত্রতত্র বাঁশের খুঁটি পুঁতে আড়া বানিয়ে তার সঙ্গে রশি দিয়ে বস্তায় ঝুলিয়ে শাক-সবজি চাষ করা যায়। এ ছাড়া গরু-ছাগলও সবজি ক্ষেতের ক্ষতি করতে পারে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহার জানান, নবীন কৃষি উগ্যোক্তা পলির ঝুলন্ত পদ্ধতিতে শাক-সবজি চাষ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করার জন্য উপজেলা কৃষি অফিস সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।</span></span></span></span></span></p>