<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ জেলার কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর গ্রামে সাধুসংঘ ও লালন মেলা বন্ধ এবং মেলায় আগত ভক্তদের লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জের ৭১টি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। গতকাল রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল এক প্রতিবাদলিপির মাধ্যমে এ তথ্য জানান। প্রতিবাদলিপিতে বলা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির উদ্যোগে ২২ ও ২৩ নভেম্বর লালন মেলা হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় কিছু সাম্প্রদায়িক গোষ্ঠীর মেলা আয়োজনে বাধাদানের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন মেলা আয়োজনের অনুমতি না দিয়ে অসাধু সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আপস করে। লালন মেলা বন্ধকে আমরা আমাদের সংস্কৃতির ওপর আঘাত ও ষড়যন্ত্রের অংশ বলে মনে করি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>