<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাণীশংকৈল-হরিপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে ঐতিহ্যবাহী পাথরকালি মিলনমেলা আগামীকাল শুক্রবার হওয়ার কথা ছিল। তবে গত রবিবার রাণীশংকৈল উপজেলা প্রশাসনের ফেসবুক ভেরিফায়েড পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ মেলা বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে সেদিন ওই মেলায় কাউকে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে উপজেলা প্রশাসন। সীমান্তের তারকাঁটার দুই পাশে দুই দেশের আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করার জন্য প্রতিবছর ওই এলাকায় প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী-পুরুষ উপস্থিত হয়। রাণীশংকৈল উপজেলা প্রশাসন জানিয়েছে, ওই স্থানে বিশৃঙ্খলা, মারামারিসহ বিভিন্ন প্রকার অপ্রীতীকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>