চকরিয়ায় খালে কৃষকদের বাঁধ নির্মাণের উদ্যোগ
‘শোষণ’ থেকে বাঁচতে চান কৃষকরা
* স্লুইস গেট অকেজো থাকায় বাঁধ নির্মাণ করে সেচের খরচ নিত প্রভাবশালী একটি চক্র * রাজনৈতিক পটপরিবর্তনের পর আরেক চক্র বাঁধ দেওয়ার জন্য তোড়জোড় চালাচ্ছে * কৃষকরা নিজেরাই বাঁধ নির্মাণ করে ৫০০ একর জমি চাষের আওতায় আনতে চান * ইউএনওর কাছে বাঁধ তৈরির জন্য আবেদন জমির মালিক ও কৃষকের সমন্বয়ে গঠিত কমিটির
ছোটন কান্তি নাথ, চকরিয়া (কক্সবাজার)
সম্পর্কিত খবর