<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ভারতের অংশে আশরাফ উদ্দিন (৬৫) নামের এক বাংলাদেশির লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক হয়েছে। আশরাফ কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্ত এলাকার জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। সেদিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হয় পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের প্রায় ১৫০ গজ ভেতরে ভারতীয় অংশে আশরাফের লাশ পড়ে থাকতে দেখা যায়। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ গতকাল সন্ধ্যায় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের প্রায় ১৫০ গজ ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে আশরাফের পরিবারের লোকজন বিজিবিকে জানান। পরে বিজিবি ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিজিবির সঙ্গে বিএসএফের বৈঠক চলছে। সেখানে পুলিশেরও প্রতিনিধি আছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>