<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো. নাজির উদ্দিন কার্তিক (২৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি-১৬ জানায়, মঙ্গলবার নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহলদল সীমান্ত পিলার ২০৪ /এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে নাজিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি ভারতীয় নাগরিক। তিনি আরো স্বীকার করেন, ১০-১২ দিন আগে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তবে তিনি বাংলাদেশে প্রবেশসংক্রান্ত পাসপোর্ট বা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাকে তল্লাশি করে ১০ ভারতীয় রুপি ও বাংলাদেশি আড়াই শ টাকা পাওয়া যায়। অধিকতর জিজ্ঞাসাবাদে তার উত্তর অসংলগ্ন ও কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় তাঁকে আটক করা হয়।</span></span></span></span></span></p>